ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টানা তিনদিন শেয়ারবাজারে সূচক কমল

প্রকাশিত: ১৭:৩৪, ১৫ জুলাই ২০২০

টানা তিনদিন শেয়ারবাজারে সূচক কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্বাভাবিক সময়ে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর সূচকের উর্ধগতিতে ভাটা পড়েছে। আগের সপ্তাহের পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার সূচকের পতন ঘটেছে। বিমা খাতের বেশ কিছু কোম্পানির লভ্যাংশ ঘোষণার কারণে খাতটিতে চাঙ্গা ভাব থাকলেও বাকি কোম্পানিগুলোতে ক্রেতার সংকট দেখা গেছে। এই পতনের কারণে টানা তিন কার্যদিবসেই পতনের মধ্যে থাকল ডিএসই। অবশ্য অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক কিছুটা বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সূচকের পতন হলেও এদিন লেনদেনের শুরুতে ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। প্রথম মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর বেশ কয়েকবার সূচক ওঠা-নামা করে। তবে উত্থানের তুলনায় পতন প্রবণতাই ছিল বেশি। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯৯ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক এক পয়েন্ট বেড়ে এক হাজার ৩৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ এক পয়েন্ট কমে ৯৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৪টির। আর ২০৬টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, স্বাভাবিক সময়ে লেনদেন শুরুর পর শেয়ারবাজারে এক ধরনের গতি ফিরে পেয়েছিল। কিন্তু ব্লক মার্কেটে ফ্লোর প্রাইসের নিচে শেয়ার কেনা-বেচার সুযোগ দেওয়ার কারণে এক শ্রেণীর বিনিয়োগকারীঢ সেই সুযোগ নিচ্ছেন। তারা অল্প দামে শেয়ার কিনে সাধারণ মার্কেটে বেশি দামে শেয়ার বিক্রি করছেন। এরই প্রভাব পড়েছে শেয়ারবাজারে। তাই ফ্লোর প্রাইসের জটিলতা থেকে শেয়ারবাজার এখনও বের হতে পারেনি বলে অভিমত দেন তারা। সূচকের এই পতনের দিনে ডিএসইতে লেনদেনও কিছুটা কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২৬৭ কোটি ৮৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৮৯ কোটি ৩১ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ২১ কোটি ৪৮ লাখ টাকা। ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ১৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে এর পরের স্থানে রয়েছে বিকন ফার্মা। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- নাহি অ্যালুমিনিয়াম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল, জিনেক্স ইনফোসিস, বাংলাদেশ সাবমেরিন কেবলস এবং ওরিয়ন ফার্মা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২ পয়েন্ট। লেনদেন হয়েছে ১০ কোটি ৭০ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ১৮৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টির।
×