ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৭৫ হাজার কোটি ইউরো দিচ্ছে ইসিবি

প্রকাশিত: ০৯:২১, ২২ মার্চ ২০২০

৭৫ হাজার কোটি ইউরো দিচ্ছে ইসিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাসের আর্থিক ক্ষতি মোকাবেলায় ৭৫ হাজার কোটি ইউরোর জরুরী সহায়তা প্যাকেজ উন্মুক্ত করেছে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)। ইউরোপীয় অঞ্চলের দেশগুলোতে সহায়তার লক্ষ্যে এ ফান্ড চালুর ঘোষণা দেন সংস্থাটির প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্দে। তিনি জানান, পর্যটন, শিল্প, উৎপাদন খাতসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে চলেছে বিশ্ব। এ থেকে উত্তরণে সার্বিক সহযোগিতার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে বিনা সুদে ঋণ দেবে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক।
×