ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আক্রান্ত দেশগুলোর জন্য ৫ হাজার কোটি ডলারের জরুরী আর্থিক সহায়তা

প্রকাশিত: ০৯:২৭, ৮ মার্চ ২০২০

আক্রান্ত দেশগুলোর জন্য ৫ হাজার কোটি ডলারের জরুরী আর্থিক সহায়তা

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোর জন্য ৫ হাজার কোটি মার্কিন ডলারের জরুরী আর্থিক সহায়তা দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশ্বব্যাংকের সদর দফতরে জরুরী বৈঠকের পর এ ঘোষণা দেন সংস্থাটির মহাপরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি জানান, করোনাভাইরাসের কারণে বেশ কিছু পণ্যের উৎপাদন ও বিপণন প্রায় বন্ধ হয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। ধসে পড়া অর্থনীতির উন্নয়ন ও ঝুঁকি মোকাবেলায় আইএমএফের বরাদ্দকৃত অর্থ ব্যয় করা হবে বলে জানান আইএমএফ প্রধান। এর আগে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে আইএমএফ। জরুরীভিত্তিতে সুদ হার কমাল ফেডারেল রিজার্ভ অর্থনৈতিক রিপোর্টার ॥ জরুরীভিত্তিতে সুদ হার কামানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটি নতুন সুদ হার ১ থেকে ১ দশমিক দুই-পাঁচ শতাংশ নির্ধারণ করে। ২০০৮ সালের মন্দার পর এ প্রথম পূর্বঘোষণা ছাড়াই সুদের হার কমানোর সিদ্ধান্ত দিল ফেডারেল রিজার্ভ।
×