ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায় স্টার এ্যাডহেসিভস

প্রকাশিত: ০৯:১২, ৬ মার্চ ২০২০

  শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায় স্টার এ্যাডহেসিভস

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায় স্টার এ্যাডহেসিভস লিমিটেড। কোম্পানিটি শেয়ারবাজারে শেয়ার ছেড়ে টাকা উত্তোলন করবে। এ লক্ষ্যে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপক ও কর্পোরেট এ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করার জন্য ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার স্টার এ্যাডহেসিভস লিমিটেডের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়েছে। অনুষ্ঠানে স্টার এ্যাডহেসিভস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল কায়সার, প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ মাইনুর রহমান ভূঁইয়া এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাহিদ আহমদ চৌধুরী, এফসিসিএ (ইউকে), প্রধান পরিচালন কর্মকর্তা উত্তম কুমার সাহা, এফসিএসহ দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করেছে।
×