ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কোন লভ্যাংশ দেবে না বিচ হ্যাচারি

প্রকাশিত: ০৯:২৯, ২ ডিসেম্বর ২০১৯

কোন লভ্যাংশ দেবে না বিচ হ্যাচারি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিচ হ্যাচারির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩৬ টাকা। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.১৪ টাকায়। লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে। আগামী ১১ মার্চ, দুপুর সাড়ে ১২টায়, উত্তরা কমিউনিটি সেন্টার, হাউস-২০, রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকাতে এজিএম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ জানুয়ারি। -অর্থনৈতিক রিপোর্টার
×