ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঢাকায় ‘স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫৪, ২৬ নভেম্বর ২০১৯

ঢাকায় ‘স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সম্প্রতি জনতা ব্যাংক স্টাফ কলেজ, ঢাকায় স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়, ঢাকা-দক্ষিণ এর আওতাধীন শাখা সমূহের সহযোগিতায় তাদের এলাকাধীন মোট ৫২ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। জনতা ব্যাংক লিমিটেড-এর সিইও এ্যান্ড এমডি আব্দুছ ছালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সেমিনারটি উদ্বোধন করেন। সেমিনারে মুক্ত আলোচনায় উদ্যোক্তাগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাদের ব্যবসা সম্প্রাসরণের প্রয়োজনে বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা প্রদানের বিষয়ে সেমিনারে ফলপ্রসূ আলোচনা হয়। সেমিনারে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার, বিভাগীয় কার্যালয় ঢাকা-দক্ষিণ এর মহাব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল আলম এবং জনতা ব্যাংক স্টাফ কলেজ, ঢাকা এর প্রিন্সিপাল (জিএম) জনাব কাজী গোলাম মোস্তফাসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
×