ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এমডি পদে ইন্টারভিউয়ের জন্য ৭ জনকে ডাকা হবে

প্রকাশিত: ০৮:৫০, ২২ সেপ্টেম্বর ২০১৯

 এমডি পদে ইন্টারভিউয়ের জন্য ৭ জনকে  ডাকা হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান এক্সচেঞ্জ ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে ৭ জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সূত্র মতে, আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তাদের ইন্টারভিউ এর জন্য ডিএসইতে ডাকা হবে। এনআরসি তাদের ইন্টারভিউ নেয়ার পর পরেই ইন্টারভিউ এর সকল বিষয় ডিএসইর বোর্ড সভায় উপস্থাপন করা হবে। বোর্ড সিদ্ধান্ত নিলেই সেখান থেকে এমডি নির্বাচন করে নিয়োগ দিবে। যদি বোর্ড নির্বাচন করতে না পারে তাহলে তারা বিষয়টি বাংলাদেশ সিকিউরিটি এ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কে জানাবে। পরবর্তীতে বিএসইসি এ বিষয়ে সিদ্ধান্ত দিবে। এর আগে ডিএসই এমডি নিয়োগের জন্য দু’বার করে সার্কুলার জারি করা হয়। প্রথমবার গত ৭ আগস্ট বিজ্ঞপ্তি দেয় ডিএসই কর্তৃপক্ষ। এতে আগ্রহী প্রার্থীদের ১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। যেখানে ১৬ জন আবেদন করেছিলেন।
×