ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচকের পতন অব্যাহত

প্রকাশিত: ১১:২৫, ৩০ আগস্ট ২০১৯

শেয়ারবাজারে সূচকের পতন অব্যাহত

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগেরদিনের মতো বৃহস্পতিবারও পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। এই নিয়ে টানা ৩য় দিনের মতো সূচকের পতন অব্যাহত থাকল। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ড. এম খায়রুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত এবং তা নিস্পত্তি হওয়া নিয়ে বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরিয়েছে। যার কারণে বহুজাতিক বাদে সব ধরনের কোম্পানিরই দর কমেছে। তবে বেশি দরের শেয়ারে দর কিছুটা অন্যান্য কোম্পানির দর কমেছে বেশি। বিশেষ করে ট্যানারি খাতের এপেক্স ট্যানারির লভ্যাংশ আগের বছরের তুলনায় কমে যাওয়ার কারণে লভ্যাংশ ঘোষণা করতে যাওয়া অন্য কোম্পানিগুলোর দর কমেছে। এছাড়া দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের দর বেড়ে যাওয়ার কারণে বিদেশী শেয়ার বিক্রির হার বেড়েছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৬ পয়েন্টে। ডিএসইতে অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৮৩ ও ১ হাজার ৮০০ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির মধ্যে ৭৮টি বা ২২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২৩৬টি বা ৬৭ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি বা ১১ শতাংশ কোম্পানির। এদিন ডিএসইতে ৪০২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগেরদিন থেকে ৫৩ কোটি ৮০ লাখ টাকা কম। আগেরদিন লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৭১ লাখ টাকার। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের শেয়ার। এদিন কোম্পানির ১৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা সিলকো ফার্মার ১৩ কোটি ৩১ লাখ টাকার এবং ১২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ন্যাশনাল পলিমার। লেনদেনে এরপর রয়েছে- সুহৃদ, ওয়াটা কেমিক্যাল, মুন্নু জুট স্টাফলার্স, ন্যাশনাল টিউবস, বিকন ফার্মা, গ্রামীণফোন এবং ডরিন পাওয়ার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৬৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪২টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর। সিএসইতে ১৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মাত্র দুই ব্যাংকের দর বাড়ল ॥ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া ২২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আর ব্যাংক খাতের কোম্পানিগুলোর মধ্যে আজ মাত্র ২টি বা ৭ শতাংশ ব্যাংকের শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ৩০টি ব্যাংক লেনদেনে অংশ নিয়েছে। ব্যাংকগুলোর মধ্যে ২টির বা ৭ শতাংশের শেয়ার দর বেড়েছে। এদিন ২১টির বা ৭০ শতাংশের শেয়ার দর কমেছে এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭টির বা ২৩ শতাংশ ব্যাংকের। এদিন ২টি ব্যাংকের মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ০.৩০ টাকা বেড়েছে উত্তরা ব্যাংকের। আর ব্যাংক এশিয়ার শেয়ার দর ০.১০ টাকা বেড়েছে। ২১টি ব্যাংকের মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ১.২০ টাকা কমেছে ডাচ্-বাংলা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১.১০ টাকা ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৯০ টাকা কমেছে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার দর। এছাড়া রূপালী ও সিটি ব্যাংকের ০.৪০ টাকা করে; ইস্টার্ন, স্ট্যান্ডার্ড ও সাউথইস্ট ব্যাংকের ০.৩০ টাকা করে; প্রাইম, প্রিমিয়ার, ওয়ান ও যমুনা ব্যাংকের ০.২০ টাকা করে এবং ইউনাইটেড কমার্শিয়াল, ট্রাস্ট, এনসিসি, ন্যাশনাল, মিউচুয়াল ট্রাস্ট, মার্কেন্টাইল, আইএফআইসি, এক্সিম ও ঢাকা ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে। লেনদেন শেষে ৭টি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ব্যাংক ৭টি হলো : সোস্যাল ইসলামী, পূবালী, ইসলামী, আইসিবি ইসলামিক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আল-আরাফাহ ইসলামী ও এবি ব্যাংক।
×