ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

প্রকাশিত: ১০:১৪, ২২ আগস্ট ২০১৯

  আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় দেড় ডলার কমে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হচ্ছে ৫৯ দশমিক দুই তিন ডলারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমার প্রেক্ষাপটে একই ভাবে প্রায় দুই ডলার কমে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট- ডব্লিউটিআই ক্রুড অয়েল বিক্রি হচ্ছে ৫৫ দশমিক চার আট ডলারে। উত্তোলন ও রফতানি সীমিত করার পরও হঠাৎ চাহিদা কমে যাওয়ায় এ জ্বালানি পণ্যের দাম কমছে বলে জানায় সংগঠনটি। দরপতন ঠেকাতে ২০১৭ সালের শেষ দিকে তেলের উৎপাদন ও রফতানি কমানোর সিদ্ধান্ত নেয় ওপেক।
×