ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আরএকে সিরামিকের বিক্রি কমেছে

প্রকাশিত: ০৯:১৯, ২১ জুলাই ২০১৯

 আরএকে সিরামিকের  বিক্রি কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের পণ্য বিক্রি ১২ কোটি ৮৪ লাখ ৯৬ হাজার টাকা কমেছে। একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৪ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন হয়েছে, যা পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। জানা যায়, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির মোট ৩১৭ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ কোটি ৮৪ লাখ ৯৬ হাজার টাকা কম। আগের বছর এ সময়ে মোট ৩২৯ কোটি ৮৮ লাখ ১৪ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির কর পরিশোধের পর নিট মুনাফা হয়েছে ৩৪ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। আগের বছর একই সময়ে নিট মুনাফা ছিল ৩৮ কোটি ৬৪ লাখ ৬১ হাজার টাকা এবং ইপিএস ছিল ৯০ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি মোট ১৫৬ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকার পণ্য বিক্রি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ কোটি ২৯ লাখ ৫৮ হাজার টাকা কম। আগের বছর এ সময়ে কোম্পানিটির মোট ১৫৯ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছিল। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে নিট মুনাফা ছিল ১৪ কোটি ৫২ লাখ ৭১ হাজার টাকা এবং ইপিএস ছিল ৩৪ পয়সা। অর্থাৎ বিক্রি কমলেও নিট মুনাফা বেড়েছে। এ বিষয়ে কোম্পানিটির এক উর্ধতন কর্মকর্তা জানান, দ্বিতীয় প্রান্তিকে ব্যবসা বহির্ভূত এবং আর্থিক আয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিপণন খরচ কমায় বিক্রি কমা সত্ত্বেও নিট মুনাফা বেড়েছে। উল্লেখ্য, কোম্পানিটি মূলত বিভিন্ন ধরনের সিরামিকস পণ্য উৎপাদন ও বিপণন করে।
×