ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ট্রেড পলিসি রিভিউ সভায় যোগ দিতে জেনেভা গেলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯:১৭, ২ এপ্রিল ২০১৯

ট্রেড পলিসি রিভিউ সভায় যোগ দিতে জেনেভা গেলেন বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য ডব্লিউটিওতে বাংলাদেশের ৫ম ট্রেড পলিসি রিভিউ (টিপিআর) সভায় যোগ দিতে সোমবার ঢাকা ত্যাগ করেছেন। আগামী ৩ ও ৫ এপ্রিল ডব্লিউটিও সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জন্য সভাটি খুবই গুরুত্বপূর্ণ। সভায় বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি ঃ আমদানি বা রফতানির সার্বিক অগ্রগতি ও বিনিয়োগ প্রবাহ উর্ধমুখী করার নিমিত্তে পরিবেশ সৃষ্টি, মুদ্রানীতিকে সহনীয় মাত্রায় রাখতে বিনিয়োগ বান্ধব মুদ্রানীতি, রাজস্বনীতি ঃ রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে আইনগত সংস্কারসহ কর ব্যবস্থাপনায় পরিকল্পিত কার্যক্রম, শিল্পনীতি ঃ জিডিপিতে শিল্প খাতের অবদান বৃদ্ধির লক্ষ্যে যুগোপযোগী শিল্পনীতি প্রণয়ন, আন্তর্জাতিক পর্যায়ে শ্রম মান নির্ধারণের লক্ষ্যে শ্রম আইন ও ইপিজেড আইন, মেধাস্বত্ত্ব সংরক্ষণ ও সুশাসন নিশ্চিতকরণ বিষয়ে নীতিমালা প্রণয়ন এবং বহুপাক্ষিক, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নসহ বাণিজ্য সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। বাংলাদেশ বিশ^বাণিজ্য সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য। ইতোপূর্বে ১৯৯২, ২০০০, ২০০৬ এবং ২০১২ সালে চার দফায় বাংলাদেশ ট্রেড পলিসি রিভিউ এ অংশগ্রহণ করে। বিশ^বাণিজ্যের অংশ বিবেচনা করে স্বল্পোন্নত দেশের ক্ষেত্রে প্রতি সাত বছর অন্তর এবং অন্যান্য দেশের ক্ষেত্রে ৩ থেকে ৫ বছর অন্তর ট্রেড পলিসি রিভিউ করা হয়। কোন সদস্য দেশে বাণিজ্য সংক্রান্ত কর্মকা-ে ডব্লিউটিও’র নিয়ম নীতির সঙ্গে কোন প্রকার অসঙ্গতি থাকলে তাও মূল্যায়ন করা হয় এ সভায়। সদস্য দেশকে সুনির্দিষ্ট প্রশ্ন ও পরামর্শ প্রদান করা হয়। পরে ডব্লিউটিও সচিবালয় থেকে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়।
×