ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে দরপতনেও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:১৭, ২৮ জানুয়ারি ২০১৯

শেয়ারবাজারে দরপতনেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন দেশের উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। তবে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপের কারণেই সূচকের এই পতন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা গেছে, ডিএসইর ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৩৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০৪৩ পয়েন্টে। তবে শরীয়াহ সূচক ০.৬৫ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে বেড়েছে। ডিএসইতে ১ হাজার ১৯৮ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬১ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৭ কোটি টাকার। এদিকে ডিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬২টির বা ৪৭ শতাংশের, কমেছে ১৫৯টির বা ৪৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির বা ৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রিমিয়ার ব্যাংকের। ব্যাংকটির ৪৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪১ কোটি ৯ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ইস্টার্ন হাউজিং এবং ৩৫ কোটি ২২ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে ইউনাইটেড পাওয়ার। লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইউনাইটেড ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, লংকাবাংলা ফাইন্যান্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং আইএফআইসি ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২২১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর। আর ৫৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×