ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলায় বন্দীদের তৈরি পণ্যে মুগ্ধ দর্শনার্থীরা

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ জানুয়ারি ২০১৯

বাণিজ্যমেলায় বন্দীদের তৈরি পণ্যে মুগ্ধ দর্শনার্থীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় কারাপণ্যের স্টলে বেত, বাঁশের তৈরি হরেক রকমের জিনিসপত্রের বৈচিত্র্যময় সমাহার। এগুলোর সবই তৈরি দেশের বিভিন্ন কারাগারে সাজাপ্রাপ্ত বন্দীদের প্রশিক্ষিত হাতে। আর দামও হাতের নাগালে। যাতে মুগ্ধ ক্রেতা-দর্শনার্থীরা। উপরে নিচে সাজানো সারি সারি বাহারি নক্সার কারু শিল্পের তাক। বেত, বাঁশের তৈরি হরেক রকমের জিনিসপত্রের বৈচিত্র্যময় সমাহার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সহজেই নজর কাড়ে কারা পণ্যের এই মিনি প্যাভিলিয়ন। পাটের ফাইল, পুঁতির ভ্যানিটি ব্যাগ, পাপোশ, গালিচা কিংবা বেকারি বিস্কুট, দৈনন্দিন জীবনের সবই রয়েছে এখানে মজার ব্যাপার হলো এগুলো তৈরি কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত বন্দীদের প্রশিক্ষিত হাতে। পাট-কাঠের মিশ্রণে তৈরি চেয়ার-টেবিলে যেমন দক্ষতার ছাপ। দামও তেমনি হাতের নাগালেই। যাতে মুগ্ধ ক্রেতা-দর্শনার্থীরাও। দেশের ৪০টিরও বেশি কারাগার থেকে পণ্য নিয়ে কারা কর্তৃপক্ষের এই প্রদর্শনী। মোটাদাগে প্রচার ও প্রসারের জন্যই এই আয়োজন জানালেন কারা সংশ্লিষ্টরা। তারা জানান, ৬৮টি কারাগারে প্রশিক্ষিত কয়েদিদের হাতে তৈরি হচ্ছে ১৩টি শিল্পের পণ্য।
×