ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেরপুর চেম্বার অব কমার্সের নির্বাচন ১৪ ডিসেম্বর

প্রকাশিত: ০৫:৩০, ৩ ডিসেম্বর ২০১৮

 শেরপুর চেম্বার অব কমার্সের নির্বাচন ১৪ ডিসেম্বর

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৩ গ্রুপে একজন নারীসহ ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ট্রেড গ্রুপে ২ পরিচালক পদে ৩ জন, সাধারণ গ্রুপে ১২ পরিচালক পদে ২০ জন ও সহযোগী গ্রুপে ৫ পরিচালক পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থী ও সমর্থকদের তৎপরতা ততই বাড়ছে। সেইসঙ্গে জমে উঠছে এ নির্বাচন। জাতীয় নির্বাচনের ডামাডোল বেজে উঠার মধ্যেও ব্যবসায়ীসহ নানা মহলেও স্থান পাচ্ছে এ নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা। জানা যায়, এ নির্বাচনে ট্রেড গ্রুপে ২ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, বর্তমান পরিচালক অজয় কুমার চক্রবর্তী জয় ও আব্দুল বাতেন। সাধারণ সদস্য গ্রুপে ১২ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান রৌশন, বর্তমান সহ-সভাপতি আলহাজ মোঃ আরিফ হোসেন, বর্তমান পরিচালক মুসা মিয়া, বাহরাম বাদশা, বাবুল আহমেদ, মনির উদ্দিন আহমেদ ও লায়েছুর রহমান দারা, সাবেক পরিচালক বশিরুল ইসলাম শেলু, তৌহিদুর রহমান পাপ্পু ও নির্মল কুমার সাহা, গোপাল চন্দ্র সাহা, সাবিহা জামান শাপলা, শেখ শোভন, আরিফুল কবীর আপেল, এসএম আজিজুদ্দিন আহম্মেদ ইকরাম, রেজুয়ানুর রহমান বকুল, ওয়ালিদ বিন ফেরদৌস, মোঃ জাহাঙ্গীর, রফিকুল ইসলাম ও জাবেদ জাহান ইসলাম। এছাড়া সহযোগী সদস্য গ্রুপে ৫ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান পরিচালক তাপস কুমার সাহা, কানু চন্দ্র চন্দ, রাজন সরকার রাজু ও খুরশীদ আলম মিঠু, চন্দন কুমার সাহা, রনক কুমার সিংহ রায়, অটলেশ মালাকার ও শুভ্র সাহা বাবন। এবারের নির্বাচনে ৩ গ্রুপে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে রেকর্ড সৃষ্টি করলেও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ২২ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আসাদুজ্জামান রৌশনের নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের ব্যানারে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্য প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় এখন আর পাল্টা প্যানেল তৈরি বা ঘোষণার খুব একটা সম্ভাবনা নেই। তবে বার বার একক প্যানেল করে ভোট প্রয়োগ ছাড়াই নেতা নির্বাচিত হয়ে আসায় এবার সাধারণ ভোটারদের মাঝে ভিন্নরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ফলে ঘোষিত প্যানেলের বাইরে থেকেও কিছু স্বতন্ত্র প্রার্থী বেরিয়ে আসতে পারেন। চেম্বার নির্বাচনের প্রধান কমিশনার এ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড় জানান, এবারের নির্বাচনে ৩টি গ্রুপে মোট ভোটার সংখ্যা ১৯৬০। এর মধ্যে ট্রেড গ্রুপে ২৩ জন, সাধারণ গ্রুপে ১২৮০ জন ও সহযোগী গ্রুপে ৬৬৭ জন। ১৪ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী পরিচালক পদে নির্বাচন শেষে চেম্বার ভবনে পরদিন দুপুরে নির্বাচিত পরিচালকদের ভোটে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও একজন জুনিয়র সহ-সভাপতি নির্বাচিত হবেন।
×