ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হিলি বন্দর দিয়ে দু’দিন ধরে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ০৬:৪৭, ৩ অক্টোবর ২০১৮

হিলি বন্দর দিয়ে দু’দিন ধরে আমদানি-রফতানি বন্ধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ভারতীয় ব্যবসায়ীদের কোন্দল ও সরকারী ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত সোমবার থেকে দু’দিন ধরে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বন্দর দিয়ে সব ধরনের বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার ও বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু ছিল। বাংলাহিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সদস্য সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, ভারতে পাথর ব্যবসায়ীদের কোন্দলের কারণে ২৩ সেপ্টেম্বর থেকে এই বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। ব্যবসায়ীদের লোকসান হওয়ায় পাথরসহ সব পণ্য রফতানির অনুরোধ জানিয়ে শনিবার ভারতীয় ব্যবসায়ীদের চিঠি দেয়া হয়েছিল। এরপরও পাথর আমদানি হয়নি। বিষয়টির সুরাহা না হওয়ায়, সোমবার থেকে সব পণ্য আমদানি-রফতানি বন্ধ করে দেয়া হয়। তিনি জানান, মঙ্গলবার ভারতে সরকারী ছুটি থাকায়, হিলি বন্দরে বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরে মালামাল খালাসসহ অন্য কার্যক্রম চলছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আব্দুস সবুর জানান, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও, যাত্রী পারাপার কার্যক্রম চালু রয়েছে। চট্টগ্রামে বসুন্ধরা আবাসিকে গ্যাস সরবরাহ লাইন চালু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গ্যাস সংকট থেকে পরিত্রাণ পাচ্ছে চট্টগ্রাম নগরীর হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার প্রায় ২০ হাজার পরিবার। সোমবার দুপুরে ঐ এলাকার উদ্বোধন করা হয়েছে গ্যাস সরবরাহ লাইন। ফলে দু’একদিনের মধ্যে সেখানে গ্যাসের সংকট কেটে যাবে। হালিশহর সোনালি আবাসিক এলাকা থেকে বসুন্ধরা এলাকার আন্তঃসংযোগ প্রতিষ্ঠিত হওয়ায় ঘনবসতিপূর্ণ এলাকাটিতে দীর্ঘদিন ধরে চলে আসা গ্যাস সংকট থেকে মুক্তি পাবেন গ্রাহকরা। সোমবার এ সংযোগ লাইন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মহিউদ্দিন বাচ্চু, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তা প্রকৌশলী মঞ্জুরুল হক, দেবাতোষ চাকমা ও সুমন দেবনাথ প্রমুখ। হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকায় গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘদিন ধরে কষ্ট করে আসছিলেন অধিবাসীরা। আন্তঃসংযোগ উদ্বোধনের পর সে সংকট আর থাকবে না। চট্টগ্রাম মহানগর যুবলীগ সভাপতি মহিউদ্দিন বাচ্চু এ প্রসঙ্গে বলেন, এলাকাটি আমার নিজ এলাকা। অধিবাসীদের অভিযোগ ছাড়াও নিজেও উপলব্ধি করে আসছিলাম গ্রাহকদের কষ্ট। সমস্যা সমাধানের লক্ষ্যে কেজিডিসিএল কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। কর্ণফুলী গ্যাসের কর্মকর্তাদের সহযোগিতা এবং আন্তরিকতায় অবশেষে সংযোগ লাইন চালু করা সম্ভব হয়েছে। এতে করে বাসিন্দারা গ্যাস সংকট থেকে মুক্তি পাবে।
×