ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুই দিনে মুন্নু সিরামিকের দর কমেছে ১৬.৬৯ শতাংশ

প্রকাশিত: ০৪:১৫, ২৬ আগস্ট ২০১৮

 দুই দিনে মুন্নু সিরামিকের দর কমেছে ১৬.৬৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহের দুই কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মুন্নু সিরামিকের শেয়ার দর কমেছে ১৬.৬৯ শতাংশ। বাধ্যতামূলক স্পট মার্কেটে স্থানান্তরের কারণে সাপ্তাহিক দরপতন তালিকায় কোম্পানিটি দ্বিতীয় স্থানে উঠে আসে। দুই কার্যদিবসে কোম্পানিটির ১ কোটি ২২ লাখ ২৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে গত সোমবার মুন্নু সিরামিক শেয়ারের সর্বশেষ দর ৮.৭২ শতাংশ বা ২৫.৯০ টাকা কমে দাঁড়ায় ২৭১ টাকায়। দিনভর দর ২৭১ টাকায় স্থির ছিল। এদিন কোম্পানিটির মোট ৩৯ হাজার ২৩৮ শেয়ারের লেনদেন হয়। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা, আগের বছর একই সময়ে যা ছিল মাত্র ১২ পয়সা। ৩১ মার্চ এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৯২.১৯ টাকা। মুন্নু সিরামিক ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। এ সময়ে কোম্পানিটির ইপিএস হয় ১১ পয়সা। হিসাব বছরের ৩০ জুন পর্যন্ত এর এনএভিপিএস দাঁড়ায় ৯৪.৩২ টাকা। ২০১৬ হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় মুন্নু সিরামিক। সে সময়ে তাদের ইপিএস হয়েছিল ৯ পয়সা। ২০১৫ হিসাব বছরেও ৫ শতাংশ নগদ লভ্যাংশ পান কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকভুক্ত মুন্নু সিরামিকের পরিশোধিত মূলধন ২৫ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা ও অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। রিজার্ভ ২০০ কোটি ৫৬ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৬২.০৪ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯.১১, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.১০ শতাংশ এবং অবশিষ্ট ২৮.৩৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। বোনাস শেয়ার সমন্বয়ের পর সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ২ হাজার ৪৬৩ দশমিক ৬৪ এবং হালনাগাদ প্রান্তিক মুনাফার ভিত্তিতে যা ১০১ দশমিক ৬৩। গত এক বছরের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৪৭.৯০ টাকা ও সর্বোচ্চ দর ছিল ৩৯০ টাকা।
×