ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কনফিডেন্স সিমেন্টের মূল্য সংবেদনশীল তথ্য নেই

প্রকাশিত: ০৫:০৮, ১৫ জুলাই ২০১৮

কনফিডেন্স সিমেন্টের মূল্য সংবেদনশীল তথ্য নেই

সম্প্রতি শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির নেপথ্যে অপ্রকাশিত মূল্যসংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য দিয়েছে সিমেন্ট খাতের তালিকাভুক্ত কোম্পানিটি। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, প্রায় এক মাস ধরেই উর্ধমুখী প্রবণতায় রয়েছে কনফিডেন্স সিমেন্টের শেয়ার। ১১ জুন ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ১৪০ টাকা ৮০ পয়সায়। এক মাসের ব্যবধানে তা বেড়ে ১৮৭ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়েছে। গেল সপ্তাহেও ডিএসইতে শেয়ারটির দর ২২ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। কনফিডেন্স সিমেন্টের শেয়ারে হঠাৎ এ দরবৃদ্ধির কারণ জানতে চায় স্টক এক্সচেঞ্জ। -অর্থনৈতিক রিপোর্টার
×