ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৮ জুলাইয়ের মধ্যে নিটিংয়ের তথ্য প্রদানের নির্দেশ

প্রকাশিত: ০৪:১৩, ৩ জুলাই ২০১৮

৮ জুলাইয়ের মধ্যে নিটিংয়ের তথ্য প্রদানের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিকিউরিটিজ হাউসগুলোর জুন, ২০১৮ মাসের আর্থিক সমন্বয় (নিটিং) ও ঋণ প্রদানের তথ্য আগামী ৮ জুলাইয়ের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর নেট ক্যাপিটাল ব্যালেন্স রিপোর্ট আগামী ৪ জুলাইয়ের দাখিল করার নির্দেশনা দেয়া হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সিকিউরিটিজ হাউসগুলো প্রতি মাসে তাদের আর্থিক সমন্বয় ও ঋণ সরবরাহের তথ্য সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে দাখিল করবে বলে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা রয়েছে। ২০১০ সালের ৩১ জানুয়ারি বিএসইসির এই নির্দেশনার পর থেকে প্রতি মাসেই সিকিউরিটিজ হাউসগুলো তাদের আর্থিক সমন্বয় (নিটিং) ও ঋণ সরবরাহের তথ্য দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় জুন, ২০১৮ মাসের প্রতিবেদন আগামী ৮ জুলাইয়ের মধ্যে দাখিল করতে হবে বলে সিএসই সূত্র জানিয়েছে। ইস্টার্ন ক্যাবলের এজিএম স্থগিত অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ক্যাবলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটির এজিএম গত ৩০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চ আদালতের নির্দেশে কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ জুন উচ্চ আদালত থেকে এজিএম স্থগিতের নির্দেশ দেয়া হয়।
×