ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নির্মাণ সামগ্রীর দাম কমানো দাবি

প্রকাশিত: ০৫:৪৬, ৫ এপ্রিল ২০১৮

নির্মাণ সামগ্রীর দাম কমানো দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ রড, সিমেন্ট, ইট, বালুর দাম কমানোর দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। এই দাবিতে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সংগঠনটির নেতারা। তারা বলেন, নির্মাণ সামগ্রীর হঠাৎ দাম বাড়ায় এ খাতে জড়িত লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তাই লক্ষাধিক শ্রমিকদের কথা বিবেচনা করে দ্রুত নির্মাণ সামগ্রীর দাম কমানো উচিত। মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাণশিল্প উল্লেখযোগ্য একটি বড় খাত। এই শিল্পের সঙ্গে কর্মরত রয়েছে ৩৭ লাখ শ্রমিক। সম্প্রতি নির্মাণ সামগ্রীতে ব্যবহৃত রডের দাম টনপ্রতি ৫০ হাজার থেকে ৭২ হাজার টাকা, সিমেন্ট প্রতি ব্যাগ ৩৭০ থেকে ৪৭০ টাকা বৃদ্ধি পেয়েছে, ইট হাজারে ৫০০ টাকা ও বালু প্রতি ট্রাক ৫০০ টাকা বাড়োনো হয়েছে।
×