ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অফশোর ব্যাংকিংয়ে হাজার কোটি টাকা ঋণ বিতরণ করে বিপাকে ১২ ব্যাংক

প্রকাশিত: ০৪:১৬, ২৭ মার্চ ২০১৮

অফশোর ব্যাংকিংয়ে হাজার কোটি টাকা ঋণ বিতরণ করে বিপাকে ১২ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে হাজার কোটি টাকার বেশি ঋণ বিতরণ করেছে ১২টি ব্যাংক। বিদ্যমান তারল্য সঙ্কটের কারণে শীঘ্রই বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে এদের কেউ কেউ। সংশ্লিষ্টরা বলছেন, এই ঋণের দায় পরিশোধে প্রয়োজনীয় ডলার যোগাড় করতে যে টাকার যোগান দিতে হবে- তা বিদ্যমান সঙ্কটকে আরও ঘনীভূত করবে। এমতাবস্থায় সরকারী তহবিলের অন্তত ৫০ শতাংশ আমানত চায় বেসরকারী ব্যাংকগুলো। বিশ্লেষকরা বলছেন, মূলত অফশোর ব্যাংকিং ঋণ বিতরণ নীতিমালা না থাকায় এই সঙ্কট তৈরি হয়েছে। সঙ্কট আরও ঘনীভূত হওয়ার আগেই নীতিমালা প্রণয়ন করে তার লাগাম টেনে ধরার পরামর্শ দেন তারা। কোন বাধ্যবাধকতা বা নীতিমালা না থাকায় আমানতের বিপরীতে কোন বিধিবদ্ধ সঞ্চিতি রাখতে হয় না ব্যাংকের অফসোর ব্যাংকিং ইউনিটের। এমন সুযোগই বিদেশী ব্যাংকগুলোর পাশাপাশি দেশীয় ব্যাংকগুলোকে উৎসাহিত করে তোলে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে ঋণ বিতরণে। পরিসংখ্যান বলছে, অফশোর ইউনিটের মাধ্যমে ৫০ হাজার ৯ কোটি টাকা আমানতের মধ্যে ৪৯ হাজার ৫৩২ কোটি টাকার সমপরিমাণ ডলার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। এর মধ্যে হাজার কোটি টাকার বেশি ঋণ দিয়েছে ১২টি ব্যাংক। কিন্তু এখন ডলার কিনে আমানত কিংবা ধারের দায় পরিশোধের মতো নগদ অর্থ তাদের অনেকেরই হাতেই নেই। সর্বোচ্চ ৯ হাজার ৮৭৯ কোটি টাকা ঋণ বিতরণ করেছে বিদেশী এইচএসবিসি।
×