ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কৌশলগত বিনিয়োগকারী নিয়ে যথা সময়ে জবাব দেবে ডিএসই

প্রকাশিত: ০৬:৩৭, ১ মার্চ ২০১৮

কৌশলগত বিনিয়োগকারী নিয়ে যথা সময়ে জবাব দেবে ডিএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৌশলগত বিনিয়োগকারী ইস্যুতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পাঠানো চিঠির জবাব যথাসময়ে দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বুধবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে ডিএসইর দেয়া প্রস্তাবের ওপর বেশ কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি ইস্যু করেছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসইর প্রস্তাব পর্যালোচনা করতে গঠিত কমিটি গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি দেয়। যা চার কার্যদিবসের মধ্যে এই চিঠির জবাব দিতে বলা হয়। এই চিঠির জবাব নির্ধারিত সময়ের মধ্যে দেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। চিঠিতে বেশ কিছু বিষয় স্পষ্ট করার কথা উল্লেখ ছিল। চিঠিতে বলা হয়েছে, সাংহাই স্টক এক্সচেঞ্জ এবং সেনজেন স্টক এক্সচেঞ্জকে নিয়ে গঠিত কনসোর্টিয়াম ডিএসইর শেয়ার ২২ টাকা দরে কিনতে চেয়েছে। একই সঙ্গে কিছু টেকনিক্যাল সাপোর্টের কথা বলেছে। ডিএসইর ভাষ্য অনুযায়ী এই টাকার পরিমাণ হবে ৩০০ কোটি টাকা। এর নিরপেক্ষ মূল্যায়ন নেই। এছাড়াও চীনের বিনিয়োগের প্রস্তাবে কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। শর্তগুলো হলো- প্রথমত এই চুক্তিটি হতে হবে যুক্তরাজ্যের আইন অনুযায়ী। দ্বিতীয়ত, এ বিষয়ে কোন বিভেদ দেখা দিলে তার সমাধানের জন্য লন্ডনের আরবিট্রেশন অনুযায়ী হতে হবে। তৃতীয়ত, ডিএসইর আর্টিকেল পরিবর্তন করে কিছু বিষয় যুক্ত করতে হবে।
×