ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরের জন্য গ্যান্ট্রিক্রেনসহ ৫১টি যন্ত্রপাতি কেনার উদ্যোগ

প্রকাশিত: ০৫:১৬, ২৪ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রাম বন্দরের জন্য গ্যান্ট্রিক্রেনসহ ৫১টি যন্ত্রপাতি কেনার উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য শিপ-টু-শোর গ্যান্ট্রিক্রেনসহ ৫১টি যন্ত্রপাতি সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে ১৮টি সংগ্রহ হয়েছে। ৫১টি যন্ত্রপাতির মধ্যে রয়েছে ১০টি গ্যান্ট্রিক্রেন, ২০টি রাবার টায়ার গ্যান্ট্রিক্রেন (আরটিজি), ১০টি স্ট্রাডেল ক্যারিয়ার (এসসি), একটি রেল মাউন্টেড ইয়ার্ডক্রেন, একটি মোবাইল হারবারক্রেন, পাঁচটি কন্টেইনার মুভার ও চারটি খালি কন্টেইনার হ্যান্ডিলিং রিচ স্টেকার। এ ব্যাপারে সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক হয়েছে। বৈঠকে জানানো হয়, ছয়টি গ্যান্ট্রিক্রেন সংগ্রহের এলসি খোলা এবং চারটি গ্যান্ট্রিক্রেন সংগ্রহের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। তিনটি আরটিজি এনসিটি-তে সংযোজিত হয়েছে এবং আরও চারটি আরটিজি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। দুটি আরটিজির শিপমেন্ট করা হয়েছে ও দুটি আরটিজির জন্য এলসি খোলা হয়েছে। ছয়টি আরটিজি সংগ্রহের দরপত্র মূল্যায়নাধীন আছে। তিনটি আরটিজি সংগ্রহের দরপত্র আগামী জানুয়ারিতে আহ্বান করা হবে। চারটি এসসি চট্টগ্রাম বন্দরের ফ্লিটে যুক্ত হয়েছে। তিনটি এসসির এলসি খোলা হয়েছে এবং বাকি তিনটি এসসি সংগ্রহের দরপত্র অনুমোদনের অপেক্ষায় আছে। পাঁচটি কন্টেইনার মুভার বন্দরের ফ্লিটে যুক্ত হয়েছে। রেল মাউন্টেড ইয়ার্ড ক্রেন, মোবাইল হারবার ক্রেন ও চারটি খালি কন্টেইনার হ্যান্ডিলিং রিচ স্টেকার সংগ্রহের জন্য এলসি খোলা হয়েছে।
×