ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হোয়াটস এ্যাপে বিনামূল্যে ভয়েস কল

প্রকাশিত: ০৪:০১, ২৪ অক্টোবর ২০১৭

হোয়াটস এ্যাপে বিনামূল্যে ভয়েস কল

জনপ্রিয় মেসেজিং সেবা হোয়াটস এ্যাপে চালু করা হয়েছে বিনামূল্যে গ্রুপ ভয়েস কলিং সেবা। এ্যান্ড্রয়েড বেটা ভার্সনের জন্য নতুন এই ফিচারটি নিয়ে এসেছে হোয়াটস এ্যাপ। এবার হোয়াটস এ্যাপ ব্যবহারকারীরা গ্রুপ ভয়েস কলিং ফিচারটি ব্যবহার করতে পারবেন। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই গোপনে এই ফিচারটি পরীক্ষা করছিল হোয়াটস এ্যাপ। অবশেষে ফিচারটিকে ঘোষণা করেই দেয়া হল। ফেসবুকের মেসেঞ্জার এ্যাপে ইতোমধ্যেই এই ফিচারটি রয়েছে। এর আগে ব্যবহারকারীদের জন্য অভিনব একটি ফিচার নিয়ে এসেছিল হোয়াটস এ্যাপ। যার মাধ্যমে আপনি ফোন নম্বর বদলালেই আপনার কন্ট্যাক্টসের কাছে নোটিফিকেশন চলে যাবে। আলাদা করে আর পরিচিত কিংবা প্রিয়জনদের নতুন হোয়াটস এ্যাপ নম্বর জানানোর প্রয়োজন হবে না। -অর্থনৈতিক রিপোর্টার গুগল স্টোরের মাধ্যমে পণ্য কেনাবেচা এ্যাপল বা মাইক্রোসফটের মতো গুগলের এতদিন কোন ডেডিকেটেড হার্ডওয়্যার স্টোর ছিল না। যদিও কোম্পানিটি অনেক আগে থেকেই পপ-আপের ডেমো ভার্সনের পরীক্ষামূলক ব্যবহার করছিল যেখানে ব্যবহারকারীরা গুগল স্টোরের মাধ্যমে কেনা পণ্য অনলাইনে পরীক্ষা করতে পারতেন। তবে শীঘ্রই গুগল স্টোর ব্যবহারকারীরা একটি বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কারণ গুগল এক বিবৃতিতে জানিয়েছে, এ বছরের মধ্যে তারা অস্থায়ী স্টোরের মাধ্যমে হার্ডওয়্যার বিক্রি শুরু করবে। নিউইয়র্ক সিটি ও লস এঞ্জেলেসে বৃহস্পতিবার থেকে এই অস্থায়ী স্টোরের মাধ্যমে পিক্সেল ২, পিক্সেল ২ এক্সএল ও গুগল হোম মিনির বিক্রি শুরু হওয়ার কথা। বাকি ডিভাইসগুলোরও একইভাবে পর্যায়ক্রমে বিক্রি শুরু হবে। কোম্পানিটি এলএ ও ওয়েস্ট হলিউডের নিউইয়র্কের একটি জেলায় এই রিটেইল স্পেসগুলো খুলেছে। উভয় অবস্থানেই গুগলের অস্থায়ী স্টোরগুলো ১৯ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে। কেনাকাটার জন্য এই অস্থায়ী স্টোরগুলো খোলা থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×