ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কাগজবিহীন বাণিজ্য বাড়াতে আজ পরামর্শ সভা

প্রকাশিত: ০৩:৫৬, ১৮ জুলাই ২০১৭

কাগজবিহীন বাণিজ্য বাড়াতে আজ পরামর্শ সভা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আমদানি-রফতানির খরচ কমাতে পেপারলেস ট্রেড সুবিধা বাড়াতে কাজ শুরু করেছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)। বাণিজ্য সহজীকরণের জন্য বিশ^ বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সঙ্গে ট্রেড ফেসিলিটেশন এগ্রিমেন্ট মোতাবেক ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ফেসিলিটেশন কার্যকর করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয়, দুর্নীতি প্রতিরোধ এবং আমদানি ও রফতানির ক্ষেত্রে সময় ও খরচ বাঁচাতে পেপার লেস ট্রেড কার্যকর ও আধুনিক গ্রহণযোগ্য পদ্ধতি। উন্নত বিশ^ এখন পেপারলেস ট্রেড সুবিধা ভোগ করছে। এ পদ্ধতি কার্যকর করতে সরকারের চলমান আইন, বিধি ও নীতির পরিবর্তন প্রয়োজন হবে। পেপারলেস ট্রেড পদ্ধতি কার্যকর করার আগে সেবা প্রদান ও গ্রহণকারীদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা প্রয়োজন। এই উদ্দেশ্যকে সামনে রেখে বিএফটিআই ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ফেসিলিটেশন অব বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। আজ মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বাণিজ্যিক সংগঠন, এনজিও, এসএমই শিল্পের প্রতিনিধিগণ এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। লক্ষ্য অর্জনে সব ধরনের সেবা দিতে প্রস্তুত বস্ত্র ও পাট মন্ত্রণালয় অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের বস্ত্র খাতকে আরও প্রতিযোগিতাপূর্ণ করে গড়ে তুলতে হবে। এ জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় সব ধরনের সেবা দিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের মধ্যে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বস্ত্রখাতের অভীষ্ট লক্ষ্য অর্জনে সকল স্টেকহোল্ডাদের নিবিড়ভাবে একসঙ্গে কাজ করতে হবে। এ জন্য ভারতে অনুষ্ঠিত টেক্সটাইল মেলার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে।
×