ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

১১ বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দিবে মার্কেন্টাইল ব্যাংক

প্রকাশিত: ০৫:০৭, ৪ জুলাই ২০১৭

১১ বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দিবে মার্কেন্টাইল ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ১৯৯৯ সালের ২ জুন যাত্রা শুরু করে বেসরকারী খাতের মার্কেন্টাইল ব্যাংক। এ বছর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ব্যাংকটি। এ উপলক্ষে দেশের বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১১ জন গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হচ্ছে। সোমবার প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাংকের চেয়ারম্যান শহীদুল আহসান। সংবাদ সম্মেলনে শহীদুল আহসান বলেন, ব্যাংকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন খাতের অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন গুণী ব্যক্তি, ৩টি প্রতিষ্ঠান ও ১টি গ্রামকে ‘মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা’ দেয়া হচ্ছে। আজ মঙ্গলবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেশন সিটিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত গুণীদের হাতে সম্মাননা তুলে দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এবছর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষণায় মফিদুল হক, বাংলা ভাষা ও সাহিত্যে কবি আসাদ চৌধুরী, সংস্কৃতিতে ছায়ানট, শিক্ষায় ড. সৈয়দ আনোয়ার হোসেন, চিকিৎসায় ডাঃ সামন্ত লাল সেন, সাংবাদিকতায় ইকবাল সোবহান চৌধুরী, অর্থনীতিতে ড. দেবপ্রিয় ভট্টাচার্য, শিল্প ও বাণিজ্যে সালাউদ্দিন আলমগীর, বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, সমাজ বিনির্মাণে সূচনা ফাউন্ডেশন এবং ক্রীড়ায় (ফুটবল) কলসিন্দুর গ্রাম সম্মাননা পাচ্ছে। সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান বলেন, কার্যক্রমের আঠার বছরে ব্যাংকের আমানত, ঋণ বিতরণ ও আন্তর্জাতিক বাণিজ্য অনেক বেড়েছে। জুন পর্যন্ত ব্যাংকটি ২০ হাজার ২৭৯ কোটি আমানত সংগ্রহ করে এবং ১৭ হাজার ৮৯৯ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এই সময়ে পরিচালন মুনাফা করেছে ৩২৫ কোটি টাকা। ব্যাংকটির ১১৯টি শাখা ও ১৫৩টি এটিএম বুথ রয়েছে। ব্যাংকের মুনাফা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, অর্থনীতি বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের কার্যক্রম বাড়ছে। মুনাফায় রহস্য বা গরমিলের কিছু নেই। অন্য প্রতিষ্ঠানের তুলনায় ব্যাংকের হিসাব-নিকাশ সবচেয়ে বেশি স্বচ্ছ। অধিক হার ঋণ বিতরণ ও আমদানি-রফতানি কার্যক্রম করায় মুনাফা বাড়ছে। এছাড়া ব্যাংকের পরিচালক ও কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে ভাল মুনাফা হচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান একেএম সাহিদ রেজা, পরিচালক আকরাম হোসেন (হুমায়ুন), এএসএম ফিরোজ আলম, মোশাররফ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম ও মতিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
×