ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট রেটিং ‘এএ+’

প্রকাশিত: ০৩:৫৭, ২১ জুন ২০১৭

প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট রেটিং ‘এএ+’

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ক্রেডিট রেটিংয়ে ‘এএ+’ পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আর্গুস ক্রেডিট রেটিংস সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) কোম্পানিটির রেটিং করেছে। এতে দীর্ঘমেয়াদে কোম্পানিটি ‘এএ+’ পেয়েছে। আর স্বল্প মেয়াদে ‘এসটি-১’ পেয়েছে। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০১৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এ মান নির্ধারণ করেছে এসিআরএসএল। -অর্থনৈতিক রিপোর্টার এসোসিয়েট্রেড ক্যাপিটালের জরিমানা কমিয়েছে কমিশন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ট্রেকহোল্ডার এসোসিয়েট্রেড ক্যাপিটাল সিকিউরিটজ লিমিটেডের জরিমানা কমিয়েছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২২ ধারা লঙ্ঘনের দায়ে ২০১৭ সালের ৮ মার্চ এসোসিয়েট্রেড ক্যাপিটাল সিকিউরিটজকে ৫ লাখ টাকা জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পরে হাউজটি ২০১৭ সালে ২০ মার্চ ভুল শিকার করে বিএসইর কাছে চিঠি দিয়ে জরিমানা থেকে অব্যাহতি চায়। পরে চিঠির পরিপ্রেক্ষিতে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২৬ ধারা অনুযায়ী হাউজের জরিমানা ১ লাখ টাকা কমিয়ে ৪ লাখ করে বিএসইসি। যা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছে কমিশন। -অর্থনৈতিক রিপোর্টার
×