ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জুয়েলার্স সমিতির ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৬:৫৯, ১১ জুন ২০১৭

জুয়েলার্স সমিতির ধর্মঘট প্রত্যাহার

অর্থনৈতিক রিপোর্টার ॥ আজ রবিবার থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলের এফবিসিসিআইয়ের সম্মেলন কক্ষে এই ঘোষণা দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি এনামুল হক খান দোলন। স্বর্ণ নীতিমালার বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পেয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জুয়েলার্স সমিতির সহসভাপতি বলেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, শীঘ্রই স্বর্ণ নীতিমালা হবে। একই সঙ্গে নীতিমালা না হওয়া পর্যন্ত ব্যবসায়ীদের হয়রানি করা হবে না। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতেই আমরা ধর্মঘট প্রত্যাহার করলাম। তিনি আরও বলেন, আমরা ধর্মঘটে যাচ্ছি না। তবে আমরা সরকারের কাছে সোনা আমদানির ব্যাপারে পূর্ণাঙ্গ নীতিমালা চাই। এই নীতিমালা না হওয়া পর্যন্ত যাতে আমাদের হয়রানি না করা হয় সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জুয়েলার্স সমিতির সভাপতি গঙ্গাচরণ মালাকার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়াল এবং এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন। প্রসঙ্গত, আপন জুয়েলার্সের পাশাপাশি অন্য সোনা ব্যবসায়ীদের বিরুদ্ধেও চোরাচালানের অভিযোগ রয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। শুল্ক গোয়েন্দা অধিদফতর প্রধানের এমন বক্তব্যে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জুয়েলার্স ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার স্বর্ণনীতিমালাসহ বেশ কয়েকটি দাবিতে ধর্মঘট ডাকার কথা বলেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। একদিনেই তিনশো কোটি ডলার সম্পত্তি চীনের আলীবাবা গ্রুপের মালিক ও ধনকুবের জ্যাক মা একদিনেই তিনশো কোটি ডলার সম্পত্তি বাড়িয়েছেন। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে আলীবাবার শেয়ারের দাম বৃদ্ধিতেই একদিনেই তার সম্পদ এতটা বেড়েছে। আলীবাবার এতটা ভাল ব্যবসার আশা করেছিলেন না বাজার বিশ্লেষকরা। জ্যাক মা ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন আলীবাবা। তার আগে ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। ৬০ হাজার ডলার দিয়ে ব্যবসা শুরু করেছিলেন জ্যাক মা। তখন নিজের অ্যাপার্টমেন্ট থেকে সব কাজ করতেন তিনি। আর সেই আলীবাবা এখন চীনের সবচেয়ে বড় ইন্টারনেট কোম্পানিগুলোর একটি; যার বাজার মূল্য চল্লিশ হাজার কোটি ডলার। -অর্থনৈতিক রিপোর্টার ঢাকা সফরে আসছে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল চলতি মাসেই ঢাকা সফরে আসছে বিশ্বব্যাংকের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দল। আগামীকাল থেকে ১৪ জুন পর্যন্ত প্রতিনিধি দলটি বাংলাদেশে অবস্থান করবে। প্রতিষ্ঠানটির ঢাকা অফিস জানিয়েছে, এ সময় বিশ্বব্যাংকের এই দলটি সরকারী অর্থ ব্যবস্থাপনা কৌশল (পিএফএমএস) বাস্তবায়ন বিষয়ে আলোচনা করবে। এছাড়া বাংলাদেশের ব্যাংকটির সহায়তা বাড়ানোর বিষয়েও আলোচনা হবে এ সফরে। সফরকালে তারা ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ বা আইসিএবির একটি ই-লার্নিং কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবে। পাশাপাশি এই সময় প্রতিনিধি দলটি অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আইসিএবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। সূত্র আরও জানিয়েছে, পিএফএমএস ইস্যুতে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি আনুষ্ঠানিক আলোচনা সভা হওয়ার কথা রয়েছে এই সময়ে। -অর্থনৈতিক রিপোর্টার
×