ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক কমেছে

প্রকাশিত: ০৬:০০, ১০ মে ২০১৭

পুঁজিবাজারে সূচক কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই অবস্থা বিরাজ করছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। তবে দুই বাজারেই লেনদেনের পরিমাণ গত দিনের তুলনায় বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ৭৭৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৪১ কোটি ৫৫ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে ৬৩২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬ পয়েন্টে। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, আগের দিনের ধারাবাহিকতায় দেশের পুুঁজিবাজারে সূচকের পতন অব্যাহত রয়েছে। শেয়ার বিক্রির চাপ বাড়ার কারণে সূচক আগের দিনের চেয়ে মোট ১৮.৫০ পয়েন্ট কমেছে। তবে বিক্রির চাপ থাকলেও শেয়ার কেনার চাহিদা থাকায় লেনদেন আগের দিনের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ৭৭০ কোটি টাকায়। এ দিনে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতটির লেনদেন দাঁড়ায় মোট লেনদেনের ২৫.৯০ শতাংশ। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডরিন পাওয়ার, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার লিজিং, এক্সিম ব্যাংক, শাহজীবাজার পাওয়ার, আরএসআরএম স্টিল, মার্কেন্টাইল ব্যাংক ও ন্যাশনাল ফিড মিল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ওয়েস্টার্ন মেরিন, সুহৃদ ইন্ড্রাস্টিজ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সামাতা লেদার, সাউথইস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড, ব্র্যাক ব্যাংক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ড ও ইন্টারন্যাশনাল লিজিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৪১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বারাকা পাওয়ার, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এক্সিম ব্যাংক, ডরিন পাওয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ইনটেক, সাইফ পাওয়ারটেক, ফারইস্ট ফাইন্যান্স, আমান ফিড ও বিএসসি।
×