ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভোলায় ৩শ’ কোটি টাকার ফসলের ক্ষতি

প্রকাশিত: ০৮:৩৭, ৩০ এপ্রিল ২০১৭

ভোলায় ৩শ’ কোটি টাকার ফসলের ক্ষতি

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভোলায় প্রায় ২৪ হাজার হেক্টর জমির রবিশস্য ও ১২ হাজার ৫শ’ হেক্টর জমির তরমুজ নষ্ট হয়েছে। এতে কৃষকদের সাড়ে ৩শ’ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফসল হারিয়ে দিশেহারা আর্থিকভাবে লোকসানে পড়া কৃষকরা। ক্ষয়ক্ষতির তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে জেলা কৃষি কর্মকর্তা জানান, লোকসান পুষিয়ে নিতে আউশ আবাদের জন্য কৃষকদের প্রণোদনা দেয়া হচ্ছে। গত বছরের মতো এ মৌসুমেও জেলার সাত উপজেলার ১ লাখ ৪৪ হাজার হেক্টর জমিতে সয়াবিন, মুগ, চিনাবাদাম, ফেলেন ডাল, মিষ্টি আলু, তিলসহ রবিশস্য ও ১২ হাজার ৫শ’ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়। গত মাসের বৃষ্টিতে তরমুজসহ আংশিক রবিশস্য নষ্ট হলেও ক্ষতি পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছিল চাষীরা। কিন্তু বর্ষণ আর মেঘনা জোয়ারে ২৪ হাজার হেক্টর জমির ৭৩ হাজার মেট্রিক টন রবিশস্য ও ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন তরজুম সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে কৃষকেরা। -অর্থনৈতিক রিপোর্টার
×