ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কৌশলগত বিনিয়োগকারী খুঁজতে সিএসইর রোড শো

প্রকাশিত: ০৪:১৬, ২৭ এপ্রিল ২০১৭

কৌশলগত বিনিয়োগকারী খুঁজতে সিএসইর রোড শো

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৌশলগত বিনিয়োগকারীর খোঁজে রোড শো করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। গত ২৫ এপ্রিল ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হওয়া এ রোড শোতে দেশ-বিদেশের বিভিন্ন ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, বিভিন্ন দেশের এ্যাম্বাসেডর বা হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ২০১৩ সালে সিএসই ডি-মিউচুয়ালাইজড এক্সচেঞ্জে পরিণত হয়। এতে সিএসই অলাভজনক থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর হয়। ডিমিউচুয়ালাইজেশন আইনানুযায়ী, সিএসইকে পরিশোধিত মূলধনের ২৫ শতাংশ শেয়ার স্ট্যাট্রেজিক ইনভেস্টরের কাছে হস্তান্তর করতে হবে। সে লক্ষ্যে যোগ্য কৌশলগত বিনিয়োগকারী খুঁজতে রোড শোর আয়োজন করেছে সিএসই। রোড শোতে সিএসইর বিভিন্ন কারিগরি বিষয় উপস্থাপন করে স্টক এক্সচেঞ্জটির ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। এই সময়ে তিনি সিএসইর আর্থিক ভীত, ভবিষ্যত পরিকল্পনা, প্রজেক্ট ফিন্যান্সিয়াল এবং ভ্যালুয়েশনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি আরও বলেন, বিভিন্ন ফোরামের মাধ্যমে সিএসই আন্তর্জাতিক ও দেশী স্টক এক্সচেঞ্জে ব্যাপক প্রভাব বিস্তার করছে। উল্লেখ্য, রোড শোতে স্বাগত বক্তব্য রাখেন সিএসইর চেয়ারম্যান ড. এ কে আবদুল মোমেন। এছাড়া অনুষ্ঠানের পরিসমাপ্তি বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে সিএসই যোগ্য স্ট্যাট্রেজিক পার্টনার খুঁজছে। এর মাধ্যমে স্টক এক্সচেঞ্জে আসন্ন বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্ট বাস্তবায়ন হবে।
×