ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা’ নওগাঁর জিল্লুর রহমান চৌধুরী

সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার পেল ১২ জন

প্রকাশিত: ০৩:৪৯, ১৬ এপ্রিল ২০১৭

সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার পেল ১২ জন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান সিটি গ্রুপের মানবকল্যাণমুখী সংগঠন সিটি ফাউন্ডেশন শনিবার ‘১২তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার’ বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সম্মানিত ব্যক্তিবর্গ নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদ ও বাছাই পরিষদ পর্যায়ক্রমিক বিশ্লেষণের পর চূড়ান্ত পর্যায়ে ছয়জন বিজয়ী এবং উদ্যোক্তা বিভাগগুলোতে চারজন প্রথম রানারআপ ও চারজন দ্বিতীয় রানারআপ নির্বাচন করে। বিজয়ীরা হলেন- ‘শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা’ বিভাগে বিজয়ী হয়েছেন নওগাঁর জিল্লুর রহমান চৌধুরী। তিনি সাড়ে চার লাখ টাকা পুরস্কার লাভ করেছেন। এ বিভাগে প্রথম রানারআপ হয়েছেন বগুড়ার শেরপুর উপজেলার সাইদুজ্জামান সরকার এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন বরগুনার তালতলী উপজেলার আজিজুল হক সিকদার। ‘শ্রেষ্ঠ নারী ক্ষুদ্র উদ্যোক্তা’ বিভাগে বিজয়ী হয়েছেন মুন্সীগঞ্জ সদরের রুমা আক্তার। তিনি সাড়ে তিন লাখ টাকা পুরস্কার লাভ করেছেন। এ বিভাগে প্রথম রানারআপ হয়েছেন ঢাকার মোহাম্মদপুরের ফজিলাতুন নেছা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের দামপাড়ার রুবামা শারমিন। ‘শ্রেষ্ঠ তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা’ বিভাগে বিজয়ী হয়েছেন সাভারের আশুলিয়ার রুবেল দেওয়ান। তিনিও তিন লাখ ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন। প্রথম রানারআপ হয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের মোছা. রহিমা খাতুন (মুক্তা) এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন পাবনার বেড়ার তাইফুর রহমান রাজু। ‘শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা’ বিভাগে বিজয়ী হয়েছেন সাতক্ষীরার শ্যামনগরের সায়মা খাতুন। তিনিও তিন লাখ ৫০ হাজার টাকা পুরস্কার লাভ করেছেন। এ বিভাগে প্রথম রানারআপ হয়েছেন দিনাজপুরের খানসামার আলতাফ হোসেন এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন শরীয়তপুরের জাজিরার নুরুল আমিন সরদার। এছাড়াও ‘শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান’ বিভাগে বিজয়ী হিসেবে পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এবং ‘শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান’ বিভাগে বিজয়ী হিসেবে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) পুরস্কার লাভ করে। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
×