ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলনে জানালেন চেয়ারম্যান আমজাদ হোসাইন

৫ বছরে এক টাকাও খেলাপী হয়নি সাউথ বাংলা ব্যাংকের

প্রকাশিত: ০৫:১১, ৪ এপ্রিল ২০১৭

৫ বছরে এক টাকাও খেলাপী হয়নি সাউথ বাংলা ব্যাংকের

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন কার্যক্রমে আসা সাউথ বাংলা এ্যাগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) চার বছর অতিক্রম করে পাঁচ বছরে পদার্পণ করেছে। এই সময়ে ব্যাংকিং খাতের মারাত্মক সমস্যা খেলাপী ঋণের ছোবল থেকে মুক্ত রয়েছে ব্যাংকটি। নতুন নতুন উদ্যোক্তার মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ ঋণ দেয়ার কারণে এটি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যাংকটির চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন। পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে সোমবার ব্যাংকের মতিঝিলে প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বড় অঙ্কের ঋণ দেয়ার জন্য নয় ছোট অঙ্কের ঋণ দিতে ৪ বছর আগে যাত্রা শুরু করে এসবিএসি ব্যাংক। এসএমই, কৃষি ও নারী উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করছে ব্যাংকটি। নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হচ্ছে। কৃষি খাতে লক্ষ্যমাত্রা অনুসারে ঋণ দেয়ার কারণে বাংলাদেশ ব্যাংক থেকে প্রশংসাপত্র পেয়েছি। সঠিকভাবে এসব ঋণ প্রদান করা হয়েছে বলে ব্যাংকটির কোন খেলাপী ঋণ নেই। আমজাদ হোসেন বলেন, চার বছরে ব্যাংকটি ৫৪টি শাখা খুলেছে, যার অর্ধেক গ্রামে। চলতি বছর আরও ১০টি শাখা খোলা হবে। শাখার দিক থেকে নতুন ব্যাংকগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় ব্যাংক। ব্যাংকটি ৩৮ হাজার কোটি টাকা আমানত সংগ্রহ করে ৩৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করেছে। বছর শেষে ভাল মুনাফাও করেছে ব্যাংকটি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম ফারুক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
×