ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে পরিসংখ্যান ব্যুরোর খানাভিত্তিক ডাটাবেইজ তৈরির কাজ

প্রকাশিত: ০৫:১৪, ১৫ মার্চ ২০১৭

শুরু হচ্ছে পরিসংখ্যান ব্যুরোর খানাভিত্তিক ডাটাবেইজ তৈরির কাজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানাভিত্তিক তথ্য সংগ্রহের প্রকল্প ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেইজের (এনএইচডি) কাজ নতুন করে শুরু হচ্ছে। প্রকল্পের আওতায় দেশব্যাপী সকল খানা (হাউসহোল্ড) ও এর সদস্যদের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করে তৈরি করা হবে জাতীয় ডাটাবেউজ। ফলে সরকারের চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচীগুলোর উপকারভোগী নির্বাচনসহ বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন সহজ হবে। দেশজুড়ে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হবে তিনটি ধাপে। এর মধ্যে প্রথম ধাপে ১৭ জেলায় তথ্য সংগ্রহের জন্য মাস্টার ট্রেনারদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবন মিলনায়তনে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বিবিএসের মহাপরিচালক আমীর হোসেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন পরিসংখ্যন ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব এম এ মান্নান হাওলাদার, বিবিএসের উপ-মহাপরিচালক বাইতুল আমীন ভূঁইয়া, উপ-প্রকল্প পরিচালক ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আমীর হোসেন বলেন, প্রকল্পের মাধ্যমে প্রস্তুতকৃত ডাটাবেইজটি সরকারের প্রায় ২৩টি মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপকারভোগী নির্বাচনে ব্যবহার করবে। তিনি বলেন, ডাটাবেইজের সঠিকতা যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি ব্যবহারের জন্য ইতোমধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প এবং ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট শীর্ষক প্রকল্পের সঙ্গে ২০১৬ সালের ২০ এপ্রিল সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী প্রায় ৩ কোটি ৫০ লাখ পরিবার হতে ৩টি পর্যায়ে তথ্য সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের অংশ হিসেবে প্রথম ধাপে রংপুর বিভাগের ৮ জেলা, বরিশাল বিভাগের ৬ জেলা এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলাসহ মোট ১৭টি জেলায় তথ্য সংগ্রহ করা হবে। এ শুমারি আগামী ৪ থেকে ১৭ এপ্রিলে অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগ এবং তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ এবং নেত্রকোনা জেলার তথ্য সংগ্রহ করা হবে। ১৫ শতাংশ ভ্যাট বাংলাদেশের বাস্তবতায় বেশি অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের বাস্তবতায় সব পণ্যে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ অনেক বেশি হয়ে যায় (হাই সাইজ) বলে জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বাজেট বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়ালটন কারখানা পরিদর্শনে ট্যারিফ কমিশন চেয়ারম্যান অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘ওয়ালটন কারখানা- এক কথায় চমৎকার। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের সমন্বয়ে ফ্রিজ, এসি, টিভির মতো অসংখ্য প্রযুক্তি পণ্য তৈরি হচ্ছে। এসব দেখে একজন ক্রেতা হিসেবেও আজ আমি গর্বিত।’ কথাগুলো বলেছেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুশফেকা ইকফাৎ। সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা কমপ্লেক্স পরিদর্শন করেন মুশফেকা ইকফাৎ। এ সময় তার সফরসঙ্গী ছিলেন ট্যারিফ কমিশনের সদস্য মোঃ আব্দুল কাইয়ূম, যুগ্ম-প্রধান শেখ লিয়াকত আলী, উপ-প্রধান ও চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, অভিনেতা মীর সাব্বির। অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম।
×