ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে এসআইবিএলের ২৫ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৫:৫০, ৭ মার্চ ২০১৭

ব্লক মার্কেটে এসআইবিএলের ২৫ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭ কোম্পানির ১ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারদর ২৯ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিগুলো হলোÑ বারাকা পাওয়ার, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (বিএটিবিসি), ডেসকো, ইফাদ অটোস, রিপাবলিক ইন্স্যুরেন্স, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) এবং তুং হাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্লক মার্কেটে এসআইবিএলের সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে। রবিবার কোম্পানির ১ কোটি ৩১ লাখ শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ২৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। ব্লক মার্কেটে অন্যান্য কোম্পানির মধ্যে বারাকা পাওয়ারের ৫২ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ২৪ লাখ ৮৬ হাজার টাকা। বিএটিবিসির ২ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ৫০ লাখ ১৪ হাজার টাকা। ডেসকোর ২ লাখ শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ১ কোটি ২১ লাখ টাকা। ইফাদ অটোসের ৫ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ৬ লাখ ৮০ হাজার টাকা। পরিশোধিত মূলধন বাড়াবে দেশ জেনারেল ইন্স্যুরেন্স অর্থনৈতিক রিপোর্টার ॥ পরিশোধিত মূলধন বৃদ্ধি করছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সম্মতিপত্র পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রে জানা যায়, কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ১০ কোটি ২২ লাখ টাকা। কোম্পানিটি আরও ১৩ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা বৃদ্ধির অনুমতি পেয়েছে। এতে মোট পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়াবে প্রায় ২৪ কোটি টাকা। এই পরিশোধিত মূলধন বৃদ্ধির জন্য কোম্পানি ১০ টাকা মূল্যে ১ কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৬৯২টি শেয়ার ইসু্যু করবে। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ২০০০ সালে ৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে।
×