ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কৃষি পণ্য রফতানিতেও আয় বেড়েছে

প্রকাশিত: ০৫:১৪, ১২ ফেব্রুয়ারি ২০১৭

কৃষি পণ্য রফতানিতেও আয় বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৭ মাসে কৃষি পণ্য রফতানিতে আয় হয়েছে ৩০ কোটি ৮১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২ হাজার ৪৬৩ কোটি টাকা; যা এ সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় ১০ দশমিক ৮৯ শতাংশ কম। তবে ২০১৫-১৬ অর্থবছরে প্রথম ৭ মাসের তুলনায়ও এই খাতের রফতানি আয় ১ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে কৃষি পণ্য রফতানিতে আয় হয়েছিল ৫৯ কোটি ৬০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৬-১৭ অর্থবছরে এ খাতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৭ মাসে চা রফতানিতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এর বিপরীতে এ খাতে আয় হয়েছে ২২ লাখ ১০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৫৯ দশমিক ০৬ শতাংশ বেশি। একই সঙ্গে ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের চেয়ে এ খাতের আয় ৭১ দশমিক ৩২ শতাংশ বেড়েছে; আগের অর্থবছরের জুলাই-জানুয়ারি মেয়াদে চা রফতানিতে আয় হয়েছিল ১২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। জুলাই-জানুয়ারি মেয়াদে সবজি রফতানিতে ৫ কোটি ১১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ সময়ে আয় হয়েছে ৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১২ দশমিক ০৩ শতাংশ কম। তবে আগের অর্থবছরের প্রথম ৭ মাসের তুলনায় এ খাতের রফতানি আয় ১১ দশমিক ৪১ শতাংশ বেশি; ২০১৫-১৬ অর্থবছরে সবজি রফতানিতে আয় হয়েছে ৪ কোটি ৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে তামাক রফতানিতে আয় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার; যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ৫০ শতাংশ বেশি। তবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতের আয় ১৭ দশমিক ৮৩ শতাংশ কমেছে; ২০১৫-১৬ অর্থবছরে তামাক ও তামাকজাত পণ্য রফতানিতে আয় হয়েছিল ৪ কোটি ১২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-জানুয়ারি মেয়াদে ফল রফতানিতে আয় হয়েছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯৭ দশমিক ১৪ শতাংশ এবং আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯৮ দশমিক ০৩ শতাংশ কম। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৭ মাসে ফল রফতানিতে আয় হয়েছিল ১ কোটি ৭৭ লাখ ৩০ মার্কিন ডলার। আলোচ্য সময়ে মসলা জাতীয় পণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ৮৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এ সময়ের মধ্যে এই খাতে আয় হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫ শতাংশ কম। তবে গত অর্থবছরের প্রথম ৭ মাসের এ খাতের রফতানি আয়ের তুলনায় চলতি বছরের প্রথম ৭ মাসের আয় ৮ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে; ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-জানুয়ারি মেয়াদে মসলা জাতীয় পণ্য রফতানিতে আয় হয়েছিল ১ কোটি ৬৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৭ মাসে শুকনো খাবার রফতানিতে আয় হয়েছে ৫ কোটি ২২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার; যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ২৯ শতাংশ কম। তবে আগের অর্থবছরের একই সময়ের আয়ের তুলনায় এ খাতের আয় ৮ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৭ শুকনো খাবার রফতানিতে আয় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। অর্থবছরের প্রথম ৭ মাসে অন্যান্য কৃষি পণ্য রফতানিতে আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা এ সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় ৯ দশমিক ১৭ শতাংশ কম। তবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতের আয় ১৭ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে; ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে অন্যান্য কৃষি পণ্য রফতানিতে আয় হয়েছিল ১৩ কোটি ২৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার।
×