ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অর্থনৈতিক উন্নতি হলেও বৈষম্য বাড়ছে

প্রকাশিত: ০৬:১৪, ২ জানুয়ারি ২০১৭

অর্থনৈতিক উন্নতি হলেও বৈষম্য বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রতিদিনের সূর্যই নতুন। কিন্তু আজকের সূর্য জানান দিয়েছে, এসেছে আরও একটি নতুন বছর। বিশিষ্টজনরা বলছেন, প্রায় সাড়ে চার দশকের এক সময়ের নিঃস্ব, রিক্ত বাংলাদেশ এখন অনেকটাই সচ্ছল। কিন্তু অর্থনৈতিক উন্নতি হলেও কমছে মানুষের মর্যাদা। ক্রমাগতভাবে বাড়ছে ধনী-গরিব আর শহর-গ্রামের বৈষম্য। নতুন উপসর্গ হিসেবে যোগ হয়েছে জঙ্গীবাদ। নতুন বছরে তাদের আশা, সকল বৈষম্যের প্রাচীর ভেঙ্গে সর্বস্তরে বিকশিত হোক গণতান্ত্রিক ধারা। তখনও সূর্যের ঘুম ভাঙ্গেনি। অবশ্য সেদিকে তাকানোর সময়ও নেই আইয়ুব আলীর। দুই ছেলেকে সঙ্গে করে কনকনে শীতে হাজির হয়েছেন সবজিক্ষেতে। মানিকগঞ্জের এই কৃষক যখন সবজিক্ষেতে ব্যস্ত তখন তার স্ত্রী সালমার পুরো জীবনটাই কাটছে রান্নাঘরে। বলা চলে, কৃষি আর কৃষকই উন্নয়নের মূল চালিকাশক্তি, কিন্তু সারাবছর মাটির দিকে উবু হয়ে সোনার ফসল ফলানো এসব প্রান্তিক মানুষের আকাক্সক্ষায় কিভাবে ধরা দেয় নতুন বছর?
×