ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নবেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে

প্রকাশিত: ০৬:০৩, ৭ ডিসেম্বর ২০১৬

নবেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে

স্টাফ রিপোর্টার ॥ গত নবেম্বর মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, নবেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ। আগের অক্টোবর মাসে এ হার ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য দেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়। মূল্যস্ফীতি কমার কারণ হিসেবে পরিকল্পনামন্ত্রী বলেন, এখন ভাল সময় যাচ্ছে। শাকসবজি, চাল, ডাল, পেঁয়াজ, মাছের দাম বেশ কম। সরবরাহ স্বাভাবিক আছে। তাই মূল্যস্ফীতি কমেছে। তিনি আরও বলেন, বর্তমানে মূল্যস্ফীতির যে প্রবণতা, তা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চলতি অর্থবছরে সাড়ে পাঁচ শতাংশের মধ্যে মূল্যস্ফীতি থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, গত বছরের একই সময়ে (নবেম্বর) মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ০৫ শতাংশ। বিবিএসের তথ্য উপাত্ত অনুযায়ী, গত নবেম্বর মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি কমেছে। নবেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৪১ শতাংশ। আর খাদ্যবহির্ভূত খাতে এ হার ৫ দশমিক ৩৩ শতাংশ। পাঁচ মাসে এডিপি বাস্তবায়ন ১৯ শতাংশ স্টাফ রিপোর্টার ॥ চলতি অর্থবছরের ৫ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ১৯ দশমিক ১৩ শতাংশ। যা গত বছরের একই সময়ে ছিল ১৭ শতাংশ। মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রী এ তথ্য প্রকাশ করেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংএ তিনি জানান জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মোট ব্যয় হয়েছে ২৩ হাজার ৫৯৪ কোটি টাকা। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৭ হাজার ১১ কোটি টাকা। বিক্রয়োত্তর সেবায় এগিয়ে যাচ্ছে মার্সেল অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘দাম তুলনামূলক কম। কোয়ালিটি ভাল, জিনিস ভাল। দেখতে সুন্দর। বিক্রয়োত্তর সেবায় সেরা। হাতের কাছে শোরুম। এসব কারণেই মার্সেল পণ্য দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই দেশের সেরা ব্র্যান্ডে পরিণত হবে মার্সেল। মার্সেল ডিস্ট্রিবিউটর হিসেবে আমি গবর্বোধ করি।’ কথাগুলো বলছিলেন, টাঙ্গাইলে মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ইয়েস ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী আয়নাল হক। তার কথাতে উঠে আসে মার্সেলের ডিস্ট্রিবিউটর বা ডিলারদের সন্তুষ্টি। মার্সেলের পণ্যমান, গ্রাহকপ্রিয়তা, পণ্যের আউটলুক, বিক্রি এবং আফটার সেলস সার্ভিসসহ সার্বিক দিক।
×