ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ১১ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০০:০৮, ২৮ নভেম্বর ২০১৬

ব্লক মার্কেটে ১১ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্লক মার্কেটে সোমবার মোট ৫ কোম্পানি ও ৪ মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৫৫ লাখ ৩৬ হাজার ৪৫৭টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১১ কোটি ৪০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও সাউথইস্ট ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড। এই দুই ফান্ড ২০ লাখ করে ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য যথাক্রমে - ১ কোটি ৪৪ লাখ টাকা ও ২ কোটি ৪০ লাখ টাকা। গ্রীনডেল্টা মিউচুয়াল ফান্ড ১০ লাখ ইউনিট লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৭৩ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে - বার্জার পেইন্টস, হাইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনবিএল ও রেনেটা।
×