ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নতুন রুপী সরবরাহ বাড়ছে ভারতে

প্রকাশিত: ০৬:১১, ১৪ নভেম্বর ২০১৬

নতুন রুপী সরবরাহ বাড়ছে ভারতে

৫০ লাখ নতুন ৫০০ রুপীর নোট ছাপিয়েছে ভারত। এ ছাড়া আগামী বুধবারের মধ্যে আরও ৫০ লাখ নতুন ৫০০ রুপীর নোট বাজারে আসবে। রবিবার ভারতের টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শনিবার নোট ছাপানোর বিষয়ে সরকারী কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এ ছাড়া ২০ রুপী, ৫০ রুপী ১০০ রুপীর নোটও অধিক সংখ্যায় ছাপানো হচ্ছে বলে জানিয়েছেন এর কর্মকর্তারা। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ইতোমধ্যে পশ্চিমবঙ্গ ও কর্ণাটকের দুটি প্রেসে ৫০০ এবং ২০০০ রুপীর নোট ছাপার কাজ শুরু করেছে। চলতি রাজস্ব বছরে ৪০ কোটি ৫০০ রুপীর নোট ছাড়ার লক্ষ্যমাত্রা আছে বলে জানিয়েছে কারেন্সি নোট প্রেস (সিএনপি)। দুই সপ্তাহ আগে নতুন এই নোট ছাপানোর কাজ শুরু করেছে সিএনপি। ব্যাংকগুলোতে নোট পরিবর্তনের ক্ষেত্রে নিয়মের অপব্যবহার হচ্ছে বলেও জানা গেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×