ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খুলনা অঞ্চলে আয়কর মেলায় রেকর্ড রাজস্ব আদায়

প্রকাশিত: ০৪:০৮, ৯ নভেম্বর ২০১৬

খুলনা অঞ্চলে আয়কর মেলায় রেকর্ড রাজস্ব আদায়

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ করদানে উৎসাহ জোগাতে খুলনা কর অঞ্চলে আয়োজিত সপ্তাহব্যাপী আয়কর মেলায় রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে ২৮ কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৫০০ টাকা। যা এ অঞ্চলে গত বছরের আয়কর মেলা থেকে রাজস্ব আদায়ের তুলনায় তিন গুণেরও বেশি। ২০১৫ সালে খুলনা কর অঞ্চলে আয়কর মেলা থেকে রাজস্ব আদায় হয়েছিল ৮ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ৭২৭ টাকা। এ তথ্য নিশ্চিত করেছেন কর বিভাগের কর্মকর্তারা। খুলনার কর কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সম্পন্ন হওয়া খুলনা অঞ্চলের আয়কর মেলায় সেবা গ্রহণ করেছেন ৪৪ হাজার ৭৫৯ জন, রিটার্ন দাখিল করেছেন ১৫ হাজার ৯৭২ জন, নতুন রেজিস্ট্রেশন করেছেন ৪ হাজার ৮৬ জন এবং রি-রেজিস্ট্রশন করেছেন ২৩ জন করদাতা। আর রাজস্ব আদায় হয়েছে ২৮ কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৫০০ টাকা। গত বছরের চেয়ে এবারের আয়কর মেলায় রাজস্ব আদায় বেড়েছে। ২০১৫ সালের ১৬ থেকে ২২ সেপ্টেম্বর সাত দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় রিটার্ন দাখিল করেন ১০ হাজার ৯১০ জন করদাতা। ঢেলে সাজানো হচ্ছে লাফার্জ-হোলসিম একীভূত হওয়ার পর সারাবিশ্বে নিজেদের ঢেলে সাজাচ্ছে সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ-হোলসিম। মার্কিন বাজার নিয়েও কোম্পানিটি আশাবাদী। রয়টার্সের খবরে বলা হয়েছে, ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যয় বাড়ায় বিশ্বের তৃতীয় বৃহত্তম সিমেন্ট কোম্পানিটি তৃতীয় প্রান্তিকে ধরা খেয়েছে। যুক্তরাষ্ট্রে এ প্রান্তিকে কোম্পানিটির পণ্য বিক্রি ৫ শতাংশ কমেছে। তারপরও আগামীর সম্ভাবনাকে আরও প্রসারিত করতে চায় লাফার্জ-হোলসিম। কোম্পানিটি জানিয়েছে, ২০১৫ সালে তাদের আয়ের ১১ শতাংশ অর্জন হয়েছে মার্কিন বাজার থেকে। সুতরাং মার্কিন বাজার লাফার্জ হোলসিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেশটির নির্মাণ শিল্পে তারা আগের অবস্থান ফিরিয়ে আনতে চায়। লাফার্জ হোলসিমের প্রধান নির্বাহী এরিক ওলসেন জানান, তিনি আশা করেন মার্কিন বাজারই তাদের প্রবৃদ্ধির জন্য সঠিক পথ হবে। -অর্থনৈতিক রিপোর্টার ভারতের বাজারে আসছে ২ হাজার রুপীর মুদ্রা ভারতের বাজারে আসছে ২ হাজার রুপীর কাগুজে মুদ্রা। আগামী ফেব্রুয়ারিতে নতুন মূল্যের নতুন এই মুদ্রা বাজারে আনতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই)। মিসোরের কারখানায় ছাপানো মুদ্রাগুলো সম্পর্কে আরবিআই বেশ গোপনীয়তা রাখলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মুদ্রার ছবি বেশ ভাইরাল হয়ে গেছে। সেখানে নতুন ২ হাজার রুপীর মুদ্রাগুলো বান্ডেলে বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে। রিজার্ভ ব্যাংকের পরামর্শে নতুন মানের কাগুজে মুদ্রা ছাপানোর পর প্রয়োজনীয় স্থানে সরবরাহও করা হয়েছে বলে জানিয়েছে দ্য স্পোর্টস হান্ট। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারিতে এই মুদ্রাগুলো একযোগে ভারতের বাজারে ছাড়া হবে। ভারতের বাজারে প্রচলিত বর্তমানে সর্বোচ্চ মূল্যের মুদ্রা ১ হাজার রুপী। ২০১৪-১৫ সালে বাজারে যে নতুন মুদ্রা ছাড়া হয়েছিল তার ৮৬ শতাংশই ৫০০ ও ১ হাজার রুপীর মুদ্রা। -অর্থনৈতিক রিপোর্টার
×