ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না চার কোম্পানি

প্রকাশিত: ০৪:১৭, ৬ নভেম্বর ২০১৬

নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না চার কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ নির্ধারিত সময় অতিবাহিত হলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি তাদের প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। এতে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনার কিছুটা ব্যত্যয় ঘটছে। অন্যদিকে সঠিক সময়ে কোম্পানির কাছ থেকে কোম্পানির আয়-ব্যয়, মুনাফা ইত্যাদি সম্পর্কে বিনিয়োগকারীদের জানানো হচ্ছে না। এতে অল্পকিছু লোকের ফায়দা হাসিল হলেও বেশিরভাগ বিনিয়োগকারীদের তথ্য প্রদানের ক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে। তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর বিএসইসির জারি করা নোটিফিকেশনের অনুচ্ছেদে বলা হয়েছে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ছাড়া অন্যান্য ইস্যুয়ার কোম্পানিকে তাদের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন ৪৫ দিন এবং তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন ৩০ দিনের মধ্যে কমিশন ও স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে। অন্যদিকে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে প্রথম প্রান্তিক ৯০ দিন এবং তৃতীয় প্রান্তিক ৩০ দিনের মধ্যে কমিশন ও উভয় স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে। প্রান্তিক প্রতিবেদন দাখিলে বিএসইসির এরকম নির্দেশনা থাকলেও তালিকাভুক্ত ৪ কোম্পানি সে নির্দেশনা উপেক্ষা করে চলেছে। কোম্পানিগুলো হলো ॥ পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ফ্যামিলিটেক্স এবং ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড। পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বছর শেষ ডিসেম্বর মাসে, দ্বিতীয় প্রান্তিক সমাপ্ত হয়েছে ৩০ জুন এবং তৃতীয় প্রান্তিক সমাপ্ত হয়েছে ৩০ সেপ্টেম্বর। এই ক্ষেত্রে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ৩০ জুলাই এবং তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ৩০ অক্টোবরের মধ্যে প্রকাশ করার কথা থাকলেও কোম্পানিটি এখনও তা প্রকাশ করেনি। একইভাবে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বছর শেষ ডিসেম্বর মাস, প্রথম প্রান্তিক শেষ মার্চ মাসে, দ্বিতীয় প্রান্তিক শেষ জুন মাসে এবং তৃতীয় প্রান্তিক শেষ ৩০ সেপ্টেম্বর। এই হিসাবে কোম্পানির প্রতিবেদন প্রকাশের শেষ তারিখ গেছে গত যথাক্রমে ১৫ মে, ৩০ জুন এবং ৩০ অক্টোবর। কিন্তু এখনও কোম্পানিটি তিন প্রান্তিক প্রতিবেদন জমা দেয়নি।
×