ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:২২, ১৬ অক্টোবর ২০১৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে কমেছে সব ধরনের মূল্যসূচক। আগের সপ্তাহের তুলনায় এর পরিমাণ ২০৭ কোটি ৯২ লাখ টাকা বা ১২ দশমিক ৮০ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট তিন কার্যদিবসে এক হাজার ৪১৫ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে পাঁচ কার্যদিবসে দুই হাজার ৭০৬ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়। তবে তিন কার্যদিবস হিসাবে ধরলে লেনদেন হয় এক হাজার ৬২৩ কোটি ৭৪ লাখ টাকার। বিজয়া দশমী ও আশুরা উপলক্ষে গত সপ্তাহে দুই কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯০ দশমিক ৮৩ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ০৯ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ০৮ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ৪৭ শতাংশ বা ২২ দশমিক ৪১ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে দশমিক ৯৫ শতাংশ বা ১৭ দশমিক ০৪ পয়েন্ট। অপরদিকে, শরিয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৬৯ শতাংশ বা ৭ দশমিক ৭৯ পয়েন্ট। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৪টি কোম্পানির আর দর কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর লেনদেন হয়নি একটি কোম্পানির শেয়ার। ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বিএসআরএম লিমিটেড, সিঙ্গার বিডি, সামিট পাওয়ার, মবিল যমুনা বিডি, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম স্টিল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্র্যাক ব্যাংক ও পাওয়ার গ্রিড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ সাভার রিফ্যাক্টরিজ, বিএসআরএম লিমিটেড, মাইডাস ফাইন্যান্স, ঝিল বাংলা সুগার, মডার্ন ডাইং, শ্যামপুর সুগার, হা-ওয়েল টেক্সটাইল ও ইনটেক। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৯২ কোটি ৭ লাখ টাকার শেয়ার। সার্বিক সূচক কমেছে দশমিক ৫২ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৩টি কোম্পানির আর দর কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
×