ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ চাল রফতানি করছে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৩:৫৬, ১১ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশ চাল রফতানি করছে ॥ খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম এমপি বলেছেন, ২০০৬ সালে বিএনপি ক্ষমতা ছাড়ার সময় দেশকে খাদ্য ঘাটতিতে ফেলে গেছে। কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে সে ঘাটতি পূরণ করেছে। বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন চাল রফতানি করছে। চাল উৎপাদনে সারা পৃথিবীতে বাংলাদেশ ৪র্থ স্থানে রয়েছে। শনিবার সকালে কেরানীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক মোঃ বদরুল হাসান, উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব কাউসার আহমেদ, ঢাকা বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এ কে এম ফজলুর রহমান ও উপজেলা খাদ্য পরিদর্শক আব্দুর রহমান খান। -নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ
×