ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঋণ পেতে নারী উদ্যোক্তাদের দুর্ভোগ

প্রকাশিত: ০৬:০৯, ১৯ আগস্ট ২০১৬

ঋণ পেতে নারী উদ্যোক্তাদের দুর্ভোগ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেয়ার বিধান থাকলেও, গ্যারান্টরসহ বিভিন্ন শর্তের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজনীয় সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ নারী উদ্যোক্তাদের। এছাড়া এসএমই ঋণ বিতরণে বাণিজ্যিক ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানছে না বলেও অভিযোগ রয়েছে। শিউলী আকতার। দুই সন্তানের জননী। সংসারে স্বামীর পাশাপাশি তিনি নিজেও কর্মজীবী। তাই কন্যা-জায়া-জননীর বাইরেও তার আরেক পরিচয়, তিনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। তবে কাজটি সহজ নয়। শিউলির মতো এমন উদ্যোক্তা হয়ে ওঠার সফলতার পেছনে রয়েছে আরেক গল্প। সে গল্প সংগ্রামের, প্রতিকূলতার। নারী উদ্যোক্তাদের দাবি, ব্যবসার পরিকল্পনা থেকে শুরু করে পরিচালনা, প্রতিক্ষেত্রেই অতিক্রম করতে হয় নানা বাধা। তবে সবচেয়ে বেশি ভোগান্তি ঋণ পেতে। যেখানে ঋণ পরিশোধের দায় নারী উদ্যোক্তার ওপর থাকলেও, পাওয়ার ক্ষেত্রে লাগে গ্যারান্টর। -অর্থনৈতিক রিপোর্টার চিনির পর অস্থির লবণের বাজার চিনির পর এবার চিনির বাজার অস্থির হয়ে উঠেছে। এক মাসের ব্যবধানে খাবার লবণের দাম প্রতি কেজিতে ১০ থেকে ১২ টাকা বেড়ে গেছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, সঙ্কটের কথা বলে এক মাস আগ থেকেই ৩৫ টাকা কেজি হিসেবে নামকরা ব্র্যান্ডের লবণ বিক্রি হচ্ছে। তবে ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা কর্পোরেশন বিসিক লবণের খুচরা মূল্য নির্ধারণে বাজার মনিটরিং প্রয়োজন বলে মনে করছে। বাজারে যেসব কোম্পানি প্যাকেটজাত লবণ বিক্রি করে তাদের বেশিরভাগই অপরিশোধিত লবণ এপ্রিল-মে নাগাদ চাষীদের কাছ থেকে কিনে ফেলেন। এবার মাঠে চাষীরা প্রতি কেজি অপরিশোধিত লবণের দাম সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত পেয়ে থাকে। জুনে লবণ সর্বোচ্চ পঁচিশ টাকা বিক্রি হলেও হঠাৎ করেই গত মাস থেকে তা ৩৫ টাকা করে বিক্রি হচ্ছে। লবণ বিক্রেতা বলছে, প্রতি কেজি লবণ বিক্রি হচ্ছে ৩৫ টাকা। মোটা লবণ ২০-২২ টাকায় বিক্রি হয়ে থাকলেও এখন তা বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। -অর্থনৈতিক রিপোর্টার এজিএমের তারিখ ও স্থান পরিবর্তন করেছে রেকিট বেনকিজার অর্থনৈতিক রিপোর্টার ॥ ৫৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় ও ভেন্যু পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার লিমিটেড। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বর কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ওইদিন সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের আগ্রাবাদে ইছামতি হলে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানি আগামী ৩০ আগস্ট সকাল সাড়ে ১০টায় রাজধানীর পুরানো এয়ারপোর্ট রোড, ট্রাস্ট মিলনায়তনে কোম্পানির এজিএম করার ঘোষণা দিয়েছিল। প্রকাশিত সংবাদের প্রতিবাদ গত ২৬ জুলাই দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ‘জঙ্গী অর্থায়নে ৫৬৩ এনজিও চিহ্নিত’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি (কেজেআরসি)। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদে অত্যন্ত দুঃখজনকভাবে ও উদ্দেশ্যপ্রণেদিতভাবে সংগঠনটিকে জড়ানো হয়েছে। সংবাদের বিষয়বস্তুর সঙ্গে কেজেআরসির বিন্দুমাত্র কোন সম্পর্ক নেই।
×