ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এবি ব্যাংকের রাইট শেয়ার অনুমোদন

প্রকাশিত: ০৩:৪৫, ১৩ জুলাই ২০১৬

এবি ব্যাংকের রাইট শেয়ার অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রিমিয়ামসহ ৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ৪টি রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডাররা। পাশাপাশি ২০১৫ সালের জন্য ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশও বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদন এবং অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার সেনা মালঞ্চ কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এসব প্রস্তাব অনুমোদন করে বিনিয়োগকারীরা। এখন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করবে কোম্পানিটি। আর বিএসইসির অনুমোদন পাওয়ার পর শেয়ারহোল্ডারদের থেকে টাকা সংগ্রহ করবে ব্যাংকটি। এর আগে ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২.৫০ টাকা প্রিমিয়ামসহ সাড়ে ১২ টাকায় রাইট ছাড়ার ঘোষণা দিয়েছিল এবি ব্যাংক। কোম্পানির চেয়ারম্যান এম ওহিদুল হক বলেন, ব্যবসায় অনিশ্চয়তা, সুদের হারের ক্রমকমতি ও বড় ঋণ বিতরণের ক্ষেত্রে সীমাবদ্ধতাই আগামীতে এবি ব্যাংকের বড় চ্যালেঞ্জ হবে। তবে যোগ্য ম্যানেজমেন্ট আর শেয়ারহোল্ডারদের সমর্থন পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হবে। এজিএমে ব্যাংকের ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ, ব্যাংকের পরিচালকগণ, ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, কোম্পানি সচিব মহাদেব সরকার সুমনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ অর্থবছরে এবি ব্যাংকের সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৪৫ কোটি ৭৩ লাখ টাকা, আগের বছর যা ছিল ১৪৯ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকা। গেল বছর ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪২ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের প্রথম (জানুয়ারি-মার্চ) প্রান্তিকে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৮ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৯৬ পয়সা। ৩১ মার্চ ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৪০ টাকা ৮৭ পয়সা।
×