ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন

প্রকাশিত: ২১:৪২, ১০ জুলাই ২০১৬

পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই স্টক এক্সচেঞ্জে রোববার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ লেনদেনেও রয়েছে ধীরগতি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৬২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩২টি কোম্পানির। আর দর কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৭৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫১ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে সিএসই সার্বিক সূচক ৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৭০৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।
×