ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রেলের উন্নয়নে চার শ’ কোটি টাকা দিচ্ছে এডিবি

প্রকাশিত: ০৪:০৩, ১১ এপ্রিল ২০১৬

রেলের উন্নয়নে চার শ’ কোটি টাকা দিচ্ছে  এডিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ রেলওয়ে নিরাপত্তা সক্ষমতা বাড়াতে চতুর্থ কিস্তির অর্থ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক। এজন্য প্রায় ৪০০ কোটি টাকার (৫ কোটি মার্কিন ডলার) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং এডিবির ঢাকা মিশনের কান্ট্রি ডাইরেক্টর কাজুহিকো হিগুচি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে এডিবি চার ট্রান্সে প্রায় ৩ হাজার ৪৪০ কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয়। মাল্টি ট্রান্স ফিন্যান্সিং ফ্যাসিলিটিজের আওতায় ইতোমধ্যেই ট্রান্সের অর্থ ছাড় করেছে সংস্থাটি। চতুর্থ ট্রান্সের এ অর্থে ৬৪ কিলোমিটার টঙ্গী-ভৈবব বাজার সেকশনের ডাবল ট্রাকিংয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করা, ১১টি স্টেশনের লুপ সংস্কার এবং দর্শনা-ঈশ্বরদী-সিরাজগঞ্জ বাজার সেকশনের সিগন্যালিং উন্নত করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, প্রথম ট্রান্সে দেয়া হয় ১৩ কোটি মার্কিন ডলার, দ্বিতীয় ট্রান্সে ১৫ কোটি মার্কিন ডলার এবং তৃতীয় ট্রান্সে ১০ কোটি মার্কিন ডলার দেয়া হয়। দ্বিতীয় এবং তৃতীয় ট্রান্সের অর্থে টঙ্গী-ভৈরব বাজার রেলওয়ে সেকশনের জন্য ১৫০ ডাবল ট্রাকিং নতুন প্যাসেঞ্জার ক্যারেজ ক্রয় করা হয়। এছাড়া সিগন্যালিংসহ বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়।
×