ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ব্যাংকের দুই নয়া ডিএমডি

প্রকাশিত: ০৪:০৬, ৪ এপ্রিল ২০১৬

প্রিমিয়ার ব্যাংকের দুই নয়া ডিএমডি

সৈয়দ নওশের আলী প্রিমিয়ার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন। এই পদে যোগ দেয়ার পূর্বে তিনি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় ও বনানী শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। নওশের আলী ১৯৮৬ সালে এবি ব্যাংক (আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডে) তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং এরই ধারাবাহিকতায় ২০০০ সালে প্রিমিয়ার ব্যাংকে যোগদান করেন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে যোগ্যতার স্বাক্ষর রাখেন। এই অভিজ্ঞ এবং পেশাদারী ব্যাংকার তার দীর্ঘ ৩০ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তার পেশাদারিত্ব উৎপাদনশীলতা, দক্ষতা ও উন্নয়নের নতুন মাত্রা যোগ করে কাজ করেছেন। তিনি গুলশান সোসাইটি-ও ও একজন আজীবন সদস্য। শামসুদ্দীন চৌধুরী প্রিমিয়ার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন। এই পদে যোগ দেয়ার পূর্বে তিনি প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। জনাব চৌধুরী ১৯৮৫ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং এরই ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রিমিয়ার ব্যাংকে যোগদান করেন। এই অভিজ্ঞ এবং পেশাদারী ব্যাংকার তার দীর্ঘ ৩০ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে যোগ্যতার স্বাক্ষর রাখেন। Ñবিজ্ঞপ্তি
×