ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠিয়েছে আরএসআরএম স্টিল

প্রকাশিত: ০৫:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০১৬

লভ্যাংশ পাঠিয়েছে আরএসআরএম স্টিল

রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। প্রসঙ্গত, ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম) শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে; যার ২০ শতাংশ বোনাস আর ৫ শতাংশ নগদ। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৬ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৬৩ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার বিএসআরএম স্টিলের সভা ১০ ফেব্রুয়ারি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ১০ ফেব্রুয়ারি। ওইদিন বিকেল ৫টায় এই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়। সূত্রে জানা গেছে, সভায় কোম্পানির গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×