ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নতুন বছরেও জ্বালানি তেলের দাম তলানিতে থাকবে

প্রকাশিত: ০৫:৪৩, ৪ জানুয়ারি ২০১৬

নতুন বছরেও জ্বালানি তেলের দাম  তলানিতে থাকবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) প্রধান নির্বাহী বব ডুডলে মনে করেন, চলতি বছরের শুরুতে বিশ্ববাজারে তেলের দাম আরও তলানিতে যাবে। অন্তত আরও দুই বছর দাম কমের প্রবণতায় এ বাজার চলবে। বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। রয়টার্সের খবর অনুযায়ী, ২০১৪ সালে বিশ্ববাজারে উন্নতমানের অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪৮ শতাংশ কমে গেছে। ২০১৫ সালে তা আরও ৩৪ শতাংশ কমে যায়। বব ডুডলে বলেন, বছরের প্রথম প্রান্তিকেই ধরা খাচ্ছে এ বাজার। তবে তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে চাহিদা ও যোগানের মধ্য ধীরে ধীরে কিছুটা ভারসাম্য আসতে পারে। আমি মনে করি, আগামী দুই বছর তেলের দাম কম থাকতে পারে। তবে নিশ্চিত যে, এ বাজার ঘুরে দাঁড়াবে। ২০১৪ সালের জুনেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে। গত দেড় বছরে তা নেমে আসে ব্যারেলপ্রতি ৩৫ ডলারে।
×